
Truth of Bengal : বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি নতুন লীগ শুরু করার কথা ভাবছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই লিগ হবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের জন্য। খবরে বলা হয়েছে, এই লিগের নাম হতে পারে ‘লিজেন্ডস প্রিমিয়ার লিগ’। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটাররা এ বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে কথা বলেছেন। এর পরই বোর্ড এখন নতুন লিগ শুরু করার কথা ভাবছে। বর্তমানে বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং উইমেনস প্রিমিয়ার লিগ আয়োজন করে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের জন্য অনেক লিগ আয়োজন করা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, লিজেন্ডস লিগ, লিজেন্ডস ক্রিকেট ট্রফি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এবং গ্লোবাল লিজেন্ডস লিগের মতো লীগ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারত সহ বিশ্বের বহু নামী খেলোয়াড় এইসব লিগে খেলেন।
বিসিসিআই যদি নিজস্ব লিগ শুরু করে, তাহলে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য লিগ শুরু করা বিশ্বের প্রথম ক্রিকেট বোর্ড হবে। এখন যে সব লীগ হচ্ছে তা ব্যক্তিগত। বিসিসিআইয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
ভারতের অনেক দুর্দান্ত খেলোয়াড় সারা বিশ্বের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের লিগে অংশগ্রহণ করে। এতে হরভজন সিং, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান, পবন নেগি এবং নমন ওঝার মতো খেলোয়াড়রা রয়েছেন। তারকা খেলোয়াড় ছাড়াও ভারতের অনেক খেলোয়াড়ও এই লিগে খেলে। তবে গম্ভীর এখন টিম ইন্ডিয়ার কোচ, তাই এখন তাঁকে আর কোনো লিগে খেলতে দেখা যাবে না। এখন যে সব লিগ হচ্ছে তা হয় ২০ ওভারের বা ১০ ওভারের। এখন বিসিসিআই কত ওভারের লিগ শুরুর প্রস্তুতি নিচ্ছে, তা এখনও প্রকাশ করা হয়নি।