
Truth Of Bengal: লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হার কাতালানদের। ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের ঘরের মাঠে আতলেতিকোর কাছে হার হ্যান্সি ফ্লিকের দলের। ম্যাচের ৩০ মিনিটে বার্সার হয়ে স্কোরশিটে নাম তুললেন পেদ্রি। এরপর প্রথমার্ধে আর গোল শোধ করতে পারেনি আতলেতিকো।
এরপর মাদ্রিদের ক্লাবটিকে সমতায় ফেরান রড্রিগো দি পল। খেলার বয়স তখন ৬০ মিনিট। ম্যাচের অতিরিক্ত সময়ে এসে আতেলতিকো মাদ্রিদের হয়ে বার্সার কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন অ্যালেক্সজান্ডার সরলথ। এই ম্যাচে বার্সাকে হারানোর সঙ্গে সঙ্গে ১৮ ম্যাচে ১২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল আতলেতিকো মাদ্রিদ। তাঁদের সংগ্রহ ৪১ পয়েন্ট। অন্য দিকে বার্সা রইল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট।
ম্যাচে এগিয়ে গিয়ে হারতে হল বার্সাকে। এই প্রসঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের কাতালানদের কোচ হ্যান্সি ফ্লিক জানান, আমার দল ম্যাচটা ভাল খেলেও হারের মুখ দেখেছে। এই কারণে আমি সত্যিই বিস্মিত। তবে আমাদের দলের বিশ্রামের প্রয়োজন আছে। আর দু দিন বাদেই ক্রিসমাস। আমরা এখন ক্রিসমাসের ছুটি কাটিয়ে তারপর আবার অনুশীলনে ফিরব। সেখানেই ঠিক করব পরবর্তী ম্যাচগুলির স্ট্র্যাটেজি। তবে ম্যাচ হেরেও হতাশ নন বার্সা কোচ। তিনি জানান, আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে না থাকলেও ভাল জায়গাতেই আছি। পয়েন্ট টেবিল নিয়ে আমার চিন্তা নেই। আমার মূল লক্ষ্যই হচ্ছে আগামী দিনে দল যাতে ভাল খেলতে পারে সেদিকে নজর রাখা।