বাংলাদেশ ভারতকে টক্কর দিতে পারবে না, বড় মন্তব্য দীনেশ কার্তিকের
Bangladesh will not be able to compete with India, Dinesh Karthik's big comment

Truth of Bengal : ভারতের প্রাক্তন উইকেটরক্ষক দীনেশ কার্তিক বলেছেন, আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ দল ভারতকে কঠিন চ্যালেঞ্জ দেবে বলে মনে করেন না তিনি। ভারতীয় দল আগামী কয়েক মাসের মধ্যে ১০টি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে এবং এটি ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে আতিথিয়তা করতে যাচ্ছে ভারতীয় দল।
সম্প্রতি পাকিস্তানের ঘরের মাঠে ২-০ ব্যবধানে পরাজিত করায় বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর হবে। প্রায় ৬ মাস পর টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল, এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সাবধানে থাকতে হবে ভারতকে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ জেতা নাজমুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের জন্য সহজ হবে না।
কার্তিক একটি ভিডিওতে বলেছেন,”আমি ব্যক্তিগতভাবে মনে করি না বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাবে। ঘরের মাঠে ভারতকে হারানো একটি বিশাল কাজ। যদিও বাংলাদেশ পাকিস্তানে ভালো করেছে, আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ করবে।” তারা ভারতকে আরও সমস্যায় ফেলতে সক্ষম হবে।” আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে প্রায় ২১ মাস পর ফিরছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং জাসপ্রিত বুমরাহও রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের অংশ। এছাড়া দলে জায়গা পেয়েছেন আকাশদীপ, প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন তরুণ ফাস্ট বোলার যশ দয়াল। জানুয়ারির পর প্রথমবার টেস্ট খেলবেন কোহলি।