
The Truth of Bengal: নতুন মরশুম নতুন দল। মোহনবাগানে আসলেন নতুন স্ট্রাইকার। সকাল ৮:১৫ র ফ্লাইটে কলকাতায় এলেন আর্মান্দো সাদিকু। আলবানিয়ার এই স্ট্রাইকার দু বছরের চুক্তিতে এলেন। তবে কলকাতায় এলেন অথচ দর্শকেরা পাননি দেখা। স্প্যানিশ ফুটবলে তিনি পরিচিত মুখ। সাদিকুর অপেক্ষায় ছিলেন বহু দর্শক কিন্তু তিনি অন্যপথে সোজা বেরিয়ে যান। এই সাদিকু ২০১৬ সালের ইউরো রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন। আলবানিয়ার হয়ে ম্যাচে এই পারফরম্যান্স।
সাদিকুর জন্য বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছে মোহনবাগানকে। এই বিদেশির দলে থাকলে দল আগের থেকে আরো শক্তিশালী থাকবে তা এক প্রকার নিশ্চিত। সাদিকু আসায় এবার ত্রিফলা আক্রমণের মুখে পড়বে বিপক্ষ দল। মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোভ, কামিন্স ও সাদিকু, এই ত্রয়ীর ফলে দল আরো শক্তিশালী হয়ে উঠবে। সাদিকু এই ক্লাবের চুক্তিপত্র পাওয়ার পর আগেই জানিয়েছেন, মোহনবাগানে খেলতে তিনি রাজি।
১৩৩ বছরের পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় রয়েছেন তিনি। তিনি আনন্দ ও গর্ব বোধ করছেন। স্প্যানিশ ফুটবলের তারকাকে আগামী দু বছর সাদিকুর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন। সাদিকু আশাবাদী তিনি সবুজ-মেরুনকে আসন্ন মরসুমে ফের আইএসএল ট্রফি জিততে সাহায্য করবেন। একইসঙ্গে তাঁর লক্ষ্য থাকবে মোহনবাগানকে অন্য টুর্নামেন্টগুলিতেও সাফল্য এনে দেওয়া। এ বার দেখার মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে আগামী ২ বছর তিনি কেমন পারফর্ম করেন।