খেলা

জয়ের মুখ না দেখা বাগান শিবিরে এবার স্বস্তির খবর! অনুশীলনে ফিরছেন এই ডিফেন্ডার

Anowar Ali

The Truth of Bengal: হারের পর হার। একের পর এক আইএসএল ম্যাচে হারছে বাগান শিবির। শেষ  কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হেরেছে  বাগান শিবির। মোহনবাগানের এই পরপর হারে ক্ষুব্ধ সমর্থকেরা। পুরনো বছর পার করে নতুন বছরে পদার্পণ করতে হয়েছে এই হার দিয়েই। কোচের ভূমিকা নিয়েও বেশ প্রশ্ন উঠেছে। কোচকে এর মধ্যে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে তার মাঝে আবার গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা চোট আঘাতে  জর্জরিত। সব রকম ভাবে চেষ্টা করলেও কোচ  সমর্থকদেরকে খুশি করতে ব্যর্থ।

এর মাঝে শোনা যাচ্ছে দলে ফিরবে আনোয়ার আলি। বেশ কয়েক মাস ধরে তিনি দলের সঙ্গে নেই। মোহনবাগানের নির্ভরযোগ্য এই ডিফেন্ডার আনোয়ার। এবার তিনি দলের সঙ্গে ফিরবেন এবং অনুশীলন করবে বলে জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি তিনি দলের সঙ্গে অনুশীলনে নামবেন। তার যেমন চোট ছিল তা খুব শীঘ্রই তিনি কাটিয়ে উঠতে পেরেছেন। অন্তত মোহনবাগানের হারের এই মরশুমে এই শক্ত মিডফিল্ডার কে পেয়ে অনেকটাই শক্তি বাড়বে দলের এমনটাই মনে করছেন কোচ।

এদিকে এফসি এশিয়ান কাপে ও মোহনবাগানের এই মিডফিল্ডার খেলতে পারেননি চোটের কারণেই। তাঁকে ছাড়াই দল সাজাতে হয়েছে জাতীয় দলের কোচকে। সামনে যে কলিঙ্গ সুপার কাপ রয়েছে সেই ম্যাচে তিনি নামতে চান। যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট কোনমতেই তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ । প্রাকটিসে নামলেও কেমন পারফর্ম করবেন তা নিয়ে এখনো সন্ধিহান রয়েছেন মোহনবাগান সমর্থকরা। এক কথায় নতুন বছরে মোহনবাগান সমর্থকদের জন্য অন্তত একটু হলেও স্বস্তির খবর। আনোয়ারের দলে ফেরা নিয়ে । তিনি কেমন পার ফোন করবেন কোচ সন্ধিহান থাকলেও সমর্থকেরা জানেন যে তিনি ভালো পারফর্ম করবেন।

Free Access

Related Articles