Andre Russell: অবসরের ৬ দিনের মধ্যেই বিশ্বরেকর্ড! বিশ্বের প্রথম অলরাউন্ডার রাসেল
অবসরের মাত্র ছ’দিন পরই রাসেল হয়ে গেলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যাঁর ঝুলিতে একসঙ্গে টি-টোয়েন্টিতে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কা।
Truth of Bengal: রবিবার আইপিএল থেকে অবসরের ঘোষণা করেছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘ এক যুগের সম্পর্ক শেষ করে এ বার দলের অন্যতম সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে এখনও নিয়মিত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার। আর সেখানেই গড়লেন অনন্য এক রেকর্ড।
অবসরের মাত্র ছ’দিন পরই রাসেল হয়ে গেলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যাঁর ঝুলিতে একসঙ্গে টি-টোয়েন্টিতে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কা। শুক্রবার আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে খেলতে নেমে স্পর্শ করেন ৫০০ উইকেটের মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যান বলছে, ৫০০০ বা তার বেশি রান রয়েছে ১২৬ জন ক্রিকেটারের। ৫০০ বা তার বেশি উইকেট নিয়েছেন মাত্র ছ’জন বোলার। ৫০০-এর বেশি ছক্কা রয়েছে মাত্র ১০ জন ব্যাটারের নামে। কিন্তু এই তিনটি তালিকাতেই নাম রয়েছে একমাত্র আন্দ্রে রাসেলের। এদিনের ম্যাচের পর টি-টোয়েন্টিতে রাসেলের মোট রান দাঁড়াল ৯৪৯৬, উইকেট ৫০০, আর ছক্কা ৭৭২। মাত্র ৫৭৬তম ম্যাচে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। উল্লেখ্য, টি-টোয়েন্টিতে ৫০০০ রান ও ৫০০ উইকেট রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আর এক প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো এবং বাংলাদেশের শাকিব আল হাসানেরও। তবে ছক্কার দাপটে তাঁদের বহু গুণে ছাপিয়ে গেলেন রাসেল।
শুক্রবার ছয় নম্বরে নেমে রাসেল করেন ২৩ বলে ৩৬ রান—৩টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংস। তবে তাঁর দাপটও জয়ে ফেরাতে পারেনি দলকে। প্রথমে ব্যাট করে আবু ধাবি নাইট রাইডার্স তোলে ৬ উইকেটে ১৭১। জবাবে ১৯.৩ ওভারে ২ উইকেটে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় ডেজার্ট ভাইপার্স। ভাইপার্সের হয়ে শিমরন হেটমেয়ার খেলেন ২৫ বলে ঝোড়ো ৪৮ রানের ইনিংস। রাসেলের এই রেকর্ড অবশ্যই আবারও প্রমাণ করে, টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও তিনি এক অনন্য বিস্ফোরক শক্তি।






