খেলা

IPL এর আগে বড় ধাক্কা CSK-র,অসুস্থ ডেভন কন্ওয়ে

Ahead of the IPL, CSK's big shock is the sick Devon Conway

The Truth Of Bengal: দেখতে দেখতে এগিয়ে আসছে আইপিএল। হাতে আর কয়েকটা দিন বাকি , বিভিন্ন দল শেষ মুহূর্তের প্রস্তুতি তে মগ্ন রয়েছে। ঘর গোছাতে শুরু করেছে সব দলই। তার মাঝেই এবার জানা গিয়েছে , যে ডেভন কন্ওয়ে আইপিএলে পাবেনা সিএসকে। কারণ তার বা হাতে চোট লেগেছে।  চলতি সপ্তাহে তার অস্ত্রপচার করা হতে পারে বলে জানা গিয়েছে।  সুস্থ হতে এখনো বহু সময় লাগবে। ফলত তাকে ছাড়াই এই টুর্নামেন্টের নামবে সিএসকে প্লেয়াররা। কিউই তারকার চোট রীতিমতো চাপে ফেলেছে ধোনির সিএসকে কে।

সিএসকের পারফর্মেন্সে মুগ্ধ গোটা দেশ কারণ আইপিএলে এর আগে একাধিকবার কাপ তারায় ছিনিয়ে নিয়েছে। এবারও সেই লক্ষ্যে মাঠে নামবে মাহি সেখানে একজন খেলোয়াড়ের চোট বেশ চিন্তায় ফেলেছে সিএসকে কর্তৃপক্ষকে।  তিনি যতদিনে সুস্থ উঠবেন ততদিনে খেলা প্রায় শেষ হয়ে যাবে। তবে যাই হোক না কেন মাহি যে একাই গোটা দলকে সামাল দিতে তৈরি তার স্পষ্ট । বয়সটা ৪২ এর কোঠায় থাকলেও , তাকে নিয়ে একটুও ক্রেজ  কমেনি দর্শকদের ‌। ধোনী গতবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছে। ২০২৪ এর আইপিএল এ ধোনি  চেন্নাইকে চ্যাম্পিয়ন করতে চান।

ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে কিংবদন্তী খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি শুধু ভারতবাসীর কাছে নয়, সমগ্র বিশ্ববাসীর কাছে অবিস্মরণীয় নাম। ক্রীড়া ঐতিহ্যে ভারতীয় ক্রিকেটে অসাধারণ অধিনায়কত্বের জন্য তাকে ‘ক্যাপ্টেন কুল’ নামে আখ্যায়িত করা হয়েছে। ক্যাপ্টেনিং, কিপিং, ব্যাটিং, ফিল্ডিং – সর্বত্রই তিনি তাঁর কৃতিত্বের পরিচয় রেখে দীর্ঘদিন ধরে ক্রিকেটপ্রেমী বিশ্ববাসীকে মোহিত করে রেখেছেন। ৪২ এর দোড় গোড়াতেও যে কোনো খেলোয়াড় কে ওপেন চ্যালেঞ্জ দিতে সক্ষম । সেই ধনী যে  ডেভন কন্ওয়ে না থাকলেও এবারও একাই দলকে এই টুর্নামেন্টে টানবেন তা একেবারে স্পষ্ট।

FREE ACCESS

Related Articles