ভারতের জয়ে পাকিস্তানে চলল পার্টি , শ্যাম্পেন দিয়ে চলল উৎসব
After India's victory, Pakistan went on partying, the festival went on with shampoo

The Truth Of Bengal: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে দাপটের সঙ্গে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া । সেই জয়লাভের পর দেদার উৎসব চলল গোটা ভারত জুড়ে। উৎসবে মেতে উঠেছিলেন পাকিস্তান বাসিও। পাকিস্তানীরা ভারতের জয়লাভ করার মুহূর্তটাকে সেলিব্রেশানের মাধ্যমে উদযাপন করলেন। তারা রীতিমত এদিন আনন্দে আত্মহারা হয়ে ওঠেন । ভারতবাসীর সঙ্গে রাত জাগলেন পাকিস্তান বাসিও।
আর সেই ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। দেখা যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার শায়লা খান রয়েছেন এই ভিডিওতে। রীতিমতো পার্টি চলল এই রাতে। শ্যাম্পেন নিয়ে চলল উৎসব। সমর্থকেরা এদিন টিম ইন্ডিয়া নিয়ে বলতে গিয়ে জানান , ইংল্যান্ড কে যেভাবে হারিয়েছে ভারত তাতে ওয়াল্ড জিতেই নিয়েছে। রোহিত শর্মা দের নামে তারা জয়ধ্বনি পর্যন্ত দেন।
উল্লেখ্য ভারত অপরাজেয় থেকে সেমিফাইনালে উঠেছে। মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। সেখানে ইংল্যান্ডকে ৬৮ রানে পরাস্ত করে টিম ইন্ডিয়া। ফাইনালে পৌঁছলো ভারত। ভারতবাসী টিম ইন্ডিয়ার এই সফলতায় যথেষ্ট খুশি। বাজি পোড়ানো থেকে শুরু করে গলা ফাটানো, সঙ্গে চলে দেদার পার্টিও। পাকিস্তানেও সেই এক্ই ছবি ধরা পড়ল। যা ভাইরাল। হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে এই পার্টি চলে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রোহিতদের সফলতা ছড়িয়েছে।