ACB: বিশ্বকাপে আফগানিস্থান শিবিরে থাকছেন ‘ডিজে’ ব্রাভো!
ACB: 'DJ' Bravo is staying with the Afghanistan team in the World Cup!

The Truth Of Bengal: মঙ্গলবার আফগানিস্থান ক্রিকেট বোর্ডের তরফ থেকে দলের নতুন বোলিং পরামর্শকের নাম ঘোষণা করা হয়। যেখানে ক্রিকেট দলের এই পদে দেখা যাবে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার ডোয়াইন ব্রাভোকে। যার কারণে শিবিরে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। এসিবির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এদিন একটি পোস্ট করে এই বিষয়ে শিলমোহর দেওয়া হয়েছে সঙ্গে এও জানানো হয়েছে যে, বিশেষ প্রশিক্ষণের জন্য টিম আফগানিস্থান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেন্ট কিটসে।
📹: Glimpses from AfghanAtalan’s arrival to St. Kitts and Nevis for their preparation camp ahead of the #T20WorldCup. 🤩#AfghanAtalan | #T20WorldCup pic.twitter.com/mSUD1CSTpV
— Afghanistan Cricket Board (@ACBofficials) May 19, 2024
মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম শাখায় এদিন জানানো হয় যে বিশ্বকাপে এবার টিমের বোলিং পরামর্শদাতা হিসেবে যোগদান করতে চলেছেন ডোয়াইন ব্রাভো। টি-টোয়েন্টির ইতিহাসে যার সর্বোচ্চ ৬২৫টি উইকেটের রেকর্ড রয়েছে, সেই ব্রাভোই সম্প্রতি আইপিএল’এ চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তবে এদিন এবিসি’র তরফ থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে ব্রাভোর শিবিরে যুক্ত হওয়ার বিষয়টির ওপর শিলমোহর দেওয়া হয়। এবং জানানো হয় যে আর কয়েকদিনের মধ্যেই দলের প্লেয়ারদের সঙ্গে অনুশীলনেও দেখা যাবে দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাভোকে।
Meet our new Fast Bowling Consultant, the Champion, @DJBravo47! 🤩🚨
Read more 👉: https://t.co/cYjC1WsFxZ
— Afghanistan Cricket Board (@ACBofficials) May 21, 2024
এদিন আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের অফিসিয়াল এক্স হান্ডেল থেকে দলের প্লেয়াররা সহ অন্যান্য সদস্যরা যে ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণের জন্য সেন্ট কিটস এন্ড নেভিসের শিবিরে উপস্থিত হয়েছেন তা জানিয়েছেন। সঙ্গে তাঁরা যে নিজেদের প্রশিক্ষণ শুরুও করে দিয়েছেন সেই আভাসও দেন সোশ্যাল মিডিয়াতে। দেশের হয়ে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে আইপিএল, সিপিএল শিরোপা জিতেছেন ব্রাভো। এবং এতদিন আইপিএলে চেন্নাই এর কোচের দায়িত্ব পালনের পর এবার তিনি ফিরতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে।
World Cup Mode 🔛
AfghanAtalan are up and running with their preparation camp for the upcoming ICC Men’s T20 World Cup 2024. 🤩#AfghanAtalan | #T20WorldCup | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/LKajxFak3i
— Afghanistan Cricket Board (@ACBofficials) May 21, 2024