
Truth Of Bengal: বৃহস্পতিবার ক্রিকেট নন্দনকাননে উপস্থিত দর্শকরা দেখলেন এক তরুণ ভারতীয় ব্যাটারের দূরন্ত ব্যাটিং। ২৪ বছর বয়সী এই ব্যাটার হলেন অভিষেক শর্মা। মাত্র ৩৪ বলে ৭৯ রান করে বাটলার বাহিনীর বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের সাত উইকেটে জয়ের অন্যতম নায়ক তিনি। ম্যাচ শেষে মেন-ইন-ব্লুজদের এই তরুণ নায়ক তাঁর সাফল্যের যাবতীয় কৃতিত্ব দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর, দলনেতা সূর্য কুমার যাদব এবং টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অভিষোক জানান, ‘কোনও ব্যাটার যদি ৪-৫টা ম্যাচে রান না করতে পারেন তাহলে তাঁর মাথায় অবশ্যই একটা ভাল রান করার জন্য চাপ আসে। তবে আমাকে দলের কোচ, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা যেভাবে আমাদের পাশে দাঁড়ান, তাতে আমাদের কোনও চাপই থাকে না। কারণ তাঁরা সবসময়ই আমাদের নিজের খেলাটা খেলতে বলেন। আমি সেইমতো চেষ্টা করেছিলাম। কিন্তু খুব একটা ভাল করতে পারিনি।’
অভিষেক আরও জানান, ‘এই ম্যাচে মাঠে ব্যাট করতে নামার আগে আমি ঠিকই করেছিলাম, আইপিএল-এ যেভাবে ব্যাট করি, সেইরকমভাবেই ব্যাট করব। আমি জানতাম ইংল্যান্ড বোলাররা আমাকে শর্ট বল করবেন, ধৈর্য পরীক্ষা করবেন। কিন্তু আমি আমার লক্ষ্যে ঠিক থাকার চেষ্টা করব। আর সেইমতো কাজ করে গিয়েছি। তবে আমাদের বোলারদের মধ্যে ম্যাচের শুরুতেই অর্শদীপ যেভাবে পাওয়ার প্লে-তেই দুটো উইকেট তুলে নেয়, এবং পরবর্তীকালে বরুণ ছয় ওভারের পরে যেভাবে বল হাতে ইংল্যান্ড শিবিরে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নিয়েছিলেন, তাতেই আমরা বুঝে যাই বাটলাররা খুব বেশি রান করতে পারবেন না। যা আমাদের জয় অনেক সহজ করে দিয়েছে।’