রামনবমীর নামে বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি! কেন বিজেপির এমএলএকে গ্রেফতার করা হবে না?
BJP is spreading violence in Bengal in the name of Ram Navami! Why won't the BJP MLA be arrested?

The Truth of Bengal: মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত। বিজেপি বিধায়ক আক্রমণ করে।কে বলেছে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করতে। রায়গঞ্জের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা থেকে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর তোপ, আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গাদের প্রয়োজন রয়েছে।রামনবমীর আগে কেন ডিআইজিকে সরানো হল ?সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নাটক করার জন্য ডিআইজিকে সরিয়ে দেয়।হিংসার রাজনীতিকে প্রশয় দেওয়ার কথা তুলে ধরে তৃণমূল সুপ্রিমো সুর চড়ান।তাঁর অভিযোগ মুর্শিদাবাদের রামনবমীর মিছিলে ১৯জন আহত, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।বিজেপির এমএলএ যিনি হিংসা ছড়িয়েছেন তাঁকে কেন গ্রেফতার করা হবে না ?হাওড়ায় কেন অস্ত্র নিয়ে মিছিল করা হল,এবার রায়গঞ্জের সভা থেকে সেই প্রশ্ন তুলে চাপ বাড়ালেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।
মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত। বিজেপি বিধায়ক আক্রমণ করে।কে বলেছে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করতে। রায়গঞ্জের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা থেকে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর তোপ, আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গাদের প্রয়োজন রয়েছে।রামনবমীর আগে কেন ডিআইজিকে সরানো হল ?সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নাটক করার জন্য ডিআইজিকে সরিয়ে দেয়।হিংসার রাজনীতিকে প্রশয় দেওয়ার কথা তুলে ধরে তৃণমূল সুপ্রিমো সুর চড়ান।তাঁর অভিযোগ মুর্শিদাবাদের রামনবমীর মিছিলে ১৯জন আহত, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।বিজেপির এমএলএ যিনি হিংসা ছড়িয়েছেন তাঁকে কেন গ্রেফতার করা হবে না ?হাওড়ায় কেন অস্ত্র নিয়ে মিছিল করা হল,এবার রায়গঞ্জের সভা থেকে সেই প্রশ্ন তুলে চাপ বাড়ালেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।