
The Truth of Bengal: সংহতি মিছিলে বিরোধী ঐক্যে জোর মমতার। বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াইয়ের বার্তা সিপিএমের খবরদারির বিরুদ্ধে সোচ্চার মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রয়োজনীয়তা ব্যাখা করেন। জোট ধর্ম বজায় রাখার আহ্বান তৃণমূল সুপ্রিমোর।
পার্ক সার্কাসের সভায় মমতা বন্দ্যাপাধ্যায় বলেন, “ বিরোধী জোটের নাম ইন্ডিয়া আমি দিয়েছি”।ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ্য সম্মান পাই না। সিপিএম বিরোধী জোটকে নিয়ন্ত্রণ করে একথা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। রিজিওনাল পার্টি যেখানে স্ট্রং সেখানে লড়তে দাও বিজেপিকে কোনওভাবেই সাহায্য করবেন না।
বিজেপিকে সাহায্য করলে কেউ মাফ করবে না। তৃণমূলের হিম্মত আছে লড়াই করার মতো। আমাকে লড়তে দেয় না, যত রক্ত দেওয়ার দেব কিন্তু, বিজেপিকে একটাও আসন দেব না। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে, আমরা লড়ব। যাঁরা লড়ে তাঁরা বেঁচে থাকেন, কাজ করেন।