রাজনীতি

রাজনাথের রাজনীতির কাব্যে ধরা পড়ল মালদা পূর্ব! বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রীকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Rajnath's political poetry captures Malda East

The Truth of Bengal: বাংলায় প্রচারে এসে বারবার বিজেপির দিল্লির নেতারা অজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরাজ্যে প্রচারে এসে ,মমতা বন্দ্যোপাধ্যায়কে ও দিদি,ও দিদি বলে কটাক্ষ করে বসেন। আবার অমিত শাহ, রবীন্দ্রনাথের জন্ম বীরভূমে বলে,কখনও আবার বালুরঘাটকে বেলুরঘাট বলে বসেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ,দিল্লির নেতারা পশ্চিমবঙ্গ সম্পর্কে না জেনেবুঝেই রাজনীতি করতে আসেন।

এবার বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এক্স হ্যান্ডেলে ভুল তথ্য ধরা পড়ল। সম্প্রতি তিনি ৩কেন্দ্রে প্রচার করেছেন।তিনি প্রচার করেন দার্জিলিং,মুর্শিদাবাদ ও মালদা উত্তর লোকসভা কেন্দ্রে।সেবিষয়টি তুলে ধরার পাশাপাশি দাবি করেছেন, রাজ্যের ৩০আসনে জয় হবে বিজেপির।

কিন্তু রাজনাথ সিংয়ের সোশ্যাল মিডিয়ায় দেওয়া তথ্যে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মালদা পূর্বে  তিনি প্রচার করেছেন । অথচ দেখা যাচ্ছে, রাজ্যের রাজনৈতিক মানচিত্রে মালদা পূর্ব বলে কোনও লোকসভা কেন্দ্রই নেই।তাই তৃণমূল কংগ্রেস বলছে,যাঁরা বাংলার মানুষের নার্ভ বোঝে না,রাজনৈতিক মানচিত্র সম্পর্কে জ্ঞান রাখে না,তারা কীকরে বাংলায় ৩০আসনের স্বপ্ন দেখেন ?

Related Articles