ভোট বাক্সে চিপ ঢুকিয়ে ভোট কারচুপি, বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে একহাত তৃণমূল সুপ্রিমোর
Mamata Banerjee has warned the party workers during the election campaign

The Truth of Bengal: বিজেপির প্রতিবাদ করলেই মধ্যরাতে এনআইএ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভোট বাক্সে চিপ ঢুকিয়ে ভোট কারচুপির ছক কষছে বিজেপি ।এমনকি লোডশেডিংও করে মানুষের রায় হাইজ্যাক করার ফন্দিও আঁটছে বিরোধী শিবির। ভোটপ্রচারে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে একহাত নেন তিনি।বঞ্চনা আর হিংসার রাজনীতি বর্জন করে বাংলার মানুষের স্বার্থে দুই আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বানও তৃণমূল সুপ্রিমো।
উনিশের লোকসভা ভোটে বিজেপি বাঁকুড়া,পুরুলিয়া দুই আসনেই জয়ী হয়।দুটি আসনে জিতে জঙ্গলমহলকে কিছু উপহার দিতে পারেনি।৫বছর পর আবার ভোট নিতে আসছে।এবার তাই বাংলাকে টাকা না দিয়ে শূন্যহাতে ফেরানো বিজেপিকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়ার জন্য জঙ্গলমহল সহ বিভিন্ন অংশের মানুষের কাছে আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় শান্তিরাম মাহাতোর সমর্থনে আয়োজিত সভায় মমতা অভিযোগ করেন,বিজেপির প্রতিবাদ করলেই মাঝরাতে এনআইএ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট, নির্বাচনী এজেন্টদের তুলে নেওয়ার জন্যেই কেন্দ্রীয় সরকার এজেন্সিদের কাজে লাগাচ্ছে।ডবল ইঞ্জিনের প্রচারকরা ডবল ফন্দি আঁটছে।একদিকে বিজেপি রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে আর অন্যদিকে ভোটের সময় ভয় দেখিয়ে ভোট কারচুপির ছক কষা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির জনকরা চিপ ঢুকিয়ে,লোডশেডিং করে যেনতেন প্রকারেণ নির্বাচনী বৈতরণি পার করতে চাইছে বলেও সোচ্চার বিজেপি বিরোধী শিবিরের নেত্রী। যে জ্যোর্তিময় সিং মাহাতো মানুষের কথা ভাবেনি,তাঁকে এবার চব্বিশে শিক্ষা দেওয়ার ডাক দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, একদিকে ইডি, একদিকে ইনকাম ট্যাক্স ওদের টাকা তোলার ভাণ্ডার। আর অন্যদিকে মা বোনেদের ক্ষমতার আধার লক্ষ্মীর ভান্ডার। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা নিয়েও এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। একশো দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প আর্থিক বঞ্চনা নিয়ে প্রতিবাদ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।যাঁরা মাটির বাড়িতে পদ্ম আঁকছেন তাঁদের এই ভোট কারচুপি সম্পর্কে সতর্ক থাকার জন্য পুরুলিয়ার মানুষকে আবেদন করেন দিল্লিতে বদলের কাণ্ডারী।