খাড়গে হোন বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ, বৈঠকে প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের, সহমত কেজরিওয়াল
India Meeting

The Truth of Bengal: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হোন বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ। দিল্লিতে হওয়া ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন। মমতার প্রস্তাবে সহমত প্রকাশ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিনের এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে আসন রফা নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রফা হয়নি। তার জন্য পরবর্তী আর একটি বৈঠক হবে।
বিজেপিকে হারাতে এখন সুনির্দিষ্ট পথ খুঁজে পায়নি বিরোধী ইন্ডিয়া জোট। এখন জোট শরিকরা ঐকমত্যে পৌঁছতে পারেনি। এদিকে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। এখনই ঘর না গুছিয়ে উঠতে পারলে খুব একটা সুবিধা করা যাবে বিজেপির বিরুদ্ধে। এটা বুঝে এখনই একটা হেস্তনেস্ত করতে চাইছে বিরোধী ইন্ডিয়া জোট। বিজেপির বিরুদ্ধে একজোট হতে ফের ময়দানে বিরোধী ইন্ডিয়া জোট। কী হবে লড়াইয়ের রণকৌশল? কোন ফর্মুলায় বিজেপির জয়রথ থামানো হবে, সেই পথ খুঁজতে দিল্লিতে বৈঠকে বসল বিরোধী ইন্ডিয়া জোট।
মঙ্গলবার এই জোটের চতুর্থ বৈঠক হল দিল্লিতে। উপস্থিত ছিলেন জোট শরিক সব দলের শীর্ষ নেতারা। হাতে সময় কম। এদিনের বৈঠকে তাই আসন সমঝোতার বিষয়টি ছিল মূল আলোচ্য বিষয়। কী ভাবে একের বিরুদ্ধে লড়াই করা যাবে সেই নিয়ে মূলত আলোচনা হয়। তবে কোনও সমাধান সূত্র বের হয়নি। তবে একজোট হয়ে লড়াই যে মূল বিষয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সেই কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এদিনের বৈঠকে কংগ্রেসকে কিছুটা চাপে থাকতে দেখা যায়। সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস রাজস্থান ও ছত্তিশগড় হারিয়েছে। কংগ্রেস একলা চলো নীতিতে অনড় থাকায় বিজেপির জয় সহজ হয়ে যায়। জোট শরিক অন্য দলগুলিকে খুব কটা গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। এদিন বৈঠকের শুরুতে সেই বিষয়টি তুলে ধরেন সমাজবাদী পাটির অখিলেশ যাদব। শুরুতে কিছুটা মতান্তর হলেও বৈঠকে একটা ঐকমত্য খোঁজার চেষ্টা করা হয়।
সোনিয়া গান্ধি, নীতীশ কুমার, শরদ পওয়ার, লালুপ্রসাদ যাদব, অখিলেশ যাদবরা নিজের নিজের বক্তব্য তুলে ধরেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ও আগের মতো এখানেও সরব ছিলেন সিট শেয়ারিং নিয়ে। তাঁর ফর্মুলা, একের বিরুদ্ধে এক লড়াই হলে চাপে পড়বে বিজেপি। সেক্ষেত্রে যেখানে যে দল শক্তিশালী, সেখানে সেই দলকে বেশি গুরুত্ব দিতে হবে।