কলকাতারাজনীতি
Trending

গ্যাসের বায়োমেট্রিকের নামে মানুষের হয়রানি, কেন্দ্রের রাজনীতিতে বাড়ছে মানুষের দুর্ভোগ,

Harassment of people in the name of gas biometrics, said Firhad Hakim

The Truth Of Bengal: কেন্দ্রীয় সরকার গ্যাসের বায়োমেট্রিকের নামে মানুষকে হয়রান করতে চাইছে। এই অভিযোগ নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর তোপ,সাধারণ মানুষকে হয়রানি না করে বাড়িতে বসেই সুষ্ঠু ব্যবস্থা কার্যকর করা হোক। একইসঙ্গে উর্দু ভাষা নিয়ে বিজেপির রাজনীতির তীব্র সমালোচনা করেছেন মহানাগরিক।

রান্নার গ্যাসে আধারের তথ্য যাচাই করার জন্য বায়োমেট্রিকের তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। তার জন্য ডিলারদের কাছে পড়ছে গ্রাহকদের লম্বা লাইন। অনেকেই ভয় পাচ্ছেন বায়োমেট্রিক যাচাই না হলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কায় জেলায় জেলায় দেখা যাচ্ছে ভোর থেকেই ডিলারদের অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ।ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিকের কাজ শেষ করতে হবে বলে কেন্দ্রীয় ফরমান জারি হয়েছে। কেন্দ্রের এই রাজনীতিতে মানুষের দুর্ভোগ বাড়ছে।এবিষয়ে আশঙ্কা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।বুধবার তিনি মুখ খোলেন।জানান,মানুষের হয়রানি না করে ঘরে বসেই বায়োমেট্রিক চালুর কথা ভাবা হোক।

মহানাগরিক জলের সমস্যার সুরাহা করার কথা জানানোর পাশাপাশি ডেঙ্গি রোধে সচেতনা  বাড়ানোর ওপর জোর দেন। বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের কথাও উঠে আসে তাঁর কথায়।বদনামের রাজনীতি থেকে রাজনৈতিক অভিসন্ধি সব ইস্যুতেই মুখ খোলেন তিনি।ইতিমধ্যে উর্দু ভাষা নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে।বিজেপি এই বিতর্ক তৈরি করছে বলে অভিযোগ।ফিরহাদ হাকিম,রাজনীতির উর্ধ্বে উঠে ভাষাকে মর্যাদা দেওয়ার মতপ্রকাশ করেন।

বাংলার সম্প্রীতি থেকে ভাষার গৌরব রক্ষা সবকিছুর পরম্পরা বজায় রাখার আহ্বানও জানান মহানাগরিক ফিরহাদ হাকিম।

Free Access

Related Articles