রাজনীতি

রাজভবন-সরকার সংঘাত! ‘সমান্তরাল’ প্রশাসন চালানোয় রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন

Govt-Governor Clash

The Truth of Bengal: রাজ্য প্রশাসন চালাবে নির্বাচিত সরকার। এটাই সাংবিধানিক নিয়ম। রাজ্যে সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল যে কোনও বিষয় নিয়ে সরকারকে অবহিত করতে পরামর্শ দিতে পারেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই পারস্পরিক বোঝাপড়ার কথা বলা আছে। কিন্তু, প্রায়ই অভিযোগ ওঠে, কোনও কোনও রাজ্যের রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একাধিকবার সেই অভিযোগ তুলেছে রাজ্যের তৃণমূল সরকার। কলেজে কর্মী নিয়োগ নিয়ে আবারও সেই অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের অভিযোগ, নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে সংঘাত বাড়াতে রাজভবন সমান্তরাল প্রশাসন চালাতে চাইছে। কেন এই অভিযোগ?

জানা গিয়েছে, এবার বিশ্ববিদ্যালয়গুলির সমস্ত ফাঁকা পদে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে রাজভবন। কর্মী নিয়োগের জন্য রাজভবনে মনিটরিং সেল খোলা হবে। সেই মনিটারিং সেল খতিয়ে দেখবে নিয়োগের স্বচ্ছতার বিষয়টি। এখানে তৃণমূলের প্রশ্ন, মনিটরিং সেল খোলার কি ‘এক্তিয়ার’ আছে রাজভবনের? এমন পদক্ষেপ কি নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ নয়? এই ঘটনা সামনে রেখে রাজভবন থেকে ‘সমান্তরাল’ সরকার চালানোর অভিযোগ তুলছে রাজ্য সরকার। দুর্নীতি রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলেছে। বারেবারে সেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গিয়েছে, এটা শুধু কথার কথা নয়।

দুর্নীতির অভিযোগ উঠলে বরদাস্ত করছে না সরকার। তারপরও নিয়োগের স্বচ্ছতার প্রসঙ্গ তুলে রাজভবনে কেন মনিটরিং সেল? কেন কলেজে কর্মী নিয়োগ নিয়ে এমন তৎপরতা? প্রশ্ন তুলেছেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বারবার অতিসক্রিয়তার অভিযোগ তুলেছিল রাজ্য সরকার। সেই একই অভিযোগ উঠছে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেও। গণতান্ত্রিক ভাবে রাজ্যের মানুষ নির্বাচিত করেছে সরকারকে। মানুষের জন্য সেই সরকার কাজ করবে। সরকারকে পরামর্শ দেওয়া ছড়া কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারবে না রাজভবন। অথচ সেই রাজভবনের বিরুদ্ধে বারবার সেই অভিযোগ উঠছে। রাজ্যের সরকারকে অপদস্থ করতে কেন্দ্রের শাসক দল ঘুরিয়ে রাজভবনকে ব্যবহার করছে বলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। এখন সেই অভিযোগের তালিকা দিন দিন বাড়ছে।

Related Articles