হাবড়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর
Chief Minister's administrative meeting in Habra

The Truth Of Bengal: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার জন গর্জনের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ৪২ প্রার্থীর নাম ঘোষণার পর মুখ্যমন্ত্রী প্রথম সফর রয়েছে হাবড়াতে। মূলত প্রশাসনিক দায়িত্ব পালনে মানুষের ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হাবড়া সফরের পর মঙ্গলবার বিকেলেই বাগডোগরা হয়ে পৌঁছাবেন শিলিগুড়িতে। গন্তব্যস্থলে পৌঁছেই প্রথমে উত্তরবঙ্গের সমস্ত বোর্ডগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। মূলত একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা এবং সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। এরপর বুধবার ফুলবাড়ী এলাকার ভিডিওকনের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
একই দিনে অর্থাৎ 12 ই মার্চ সকাল ১১ টা নাগাদ একদিকে যখন দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এসসি, এসটি এবং ওবিসিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবরায় সকাল ১১-১২ টা নাগাদ প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, সেই একই দিনে অর্থাৎ মঙ্গলবার নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠকে আদিবাসীদের পাশে থাকার বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সমস্ত গুরুত্বপূর্ণ নেতা, আদিবাসী সমাজের প্রতিনিধি এবং বাছাই করা বিধায়ক ও নেতৃত্ববৃন্দরা। প্রার্থী ঘোষণার পরেই দুটি পৃথক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে তা এখন দেখার।
প্রসঙ্গত, সোমবার হাবড়ার বানিপুর আম্বেদকর স্পোর্টস একাডেমির মাঠে জনসভার পূর্ব প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী, হাবড়া পুরসভার পুরো প্রধান নারায়ণ সাহা সহ বিভিন্ন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা।
FREE ACCESS