
The Truth of bengal: আগামী বুধবার মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে গোটা বিশ্ব মাতবে বিদ্যার দেবী সরস্বতীর আবাহনে। মা সরস্বতী শ্বেতবর্ণা। সাদা পোশাক, সাদা মালা, সাদা অলঙ্কারে ভূষিত। বিদ্যার দেবী সরস্বতী সাদা রঙের পদ্মফুলের ওপর উপবিষ্ট। তাঁর বাহন সাদা রাজহংস। মহাভারত ছাড়াও বৈদিক যুগের বিভিন্ন কাব্য, পুরাণে উল্লেখ পাওয়া যায় সরস্বতী নামের।
সব জায়গায় সরস্বতীকে নদীরূপে বর্ণনা করা হয়েছে। সাংখ্যায়ণ ব্রাহ্মণ্যে সরস্বতীকে বাগদেবী বলা হয়েছে। বিভিন্ন পুরাণে সরস্বতীকে কোথাও ব্রহ্মার কন্যা আবার কোথাও ব্রহ্মার পত্নী বলে বর্ণনা করা হয়েছে। সরস্বতী বাগদেবী। জ্ঞান সর্বদাই বাককে আশ্রয় করে থাকে। সরস্বতী হলেন জ্ঞানদায়িনী সারদা। যিনি সার দান করেন তিনিই সারদা। শুদ্ধ সত্ত্বগুণের প্রতীক হলেন সরস্বতী। জ্ঞানের সাধনায় চিত্তশুদ্ধি সবচেয়ে বেশি দরকার।
দেহ মনের শুচিতা ছাড়া জ্ঞান লাভ হয় না। শুভ্রবর্ণের দেবী সরস্বতীর উপযুক্ত বাহন হল সাদা রঙের রাজহাঁস। কিন্তু কেন উপযুক্ত? হাঁসের মুখে দুধ ও জলে মিশিয়ে দিলে হাঁস জল থেকে দুধ আলাদা করে দুধ গ্রহণ করে। হাঁস জলে থাকলেও গায়ে জল লাগে না। তেমনই দেবী সরস্বতীর বাহন হাঁসকে যিনি আরাধনা করেন তাঁর গাbengali caltureয়ে জগতের অবিদ্যারূপ মলিন জল লাগতে পারে না। হংস ব্রহ্মের প্রতীক।