
The Truth of Bengal,Mou Basu: বয়সটা নেহাতই একটা সংখ্যা মাত্র। এমনিতে ওয়াকার নিয়ে হাঁটাচলা করেন শিকাগোর ডরোথি হফনার। কারণ, খাতায়-কলমে বয়স তাঁর মাত্র ১০৪ বছর। বয়সকে তুড়ি মেরে একটি সাংঘাতিক রেকর্ড গড়েছেন ডরোথি। সোজা বিমান থেকে ঝাঁপ মেরে স্কাইডাইভিং করে রেকর্ড গড়েছেন ডরোথি হফনার নামে ওই আমেরিকান বৃদ্ধা।
দীর্ঘ সময় ধরেই তাঁর মনে বাসনা ছিল বিশ্বের প্রবীণতম স্কাই ডাইভার হিসাবে রেকর্ড করার।কারণ, ডরোথির জীবনের উদ্দেশ্যই হল, জীবন একটাই তাই তাকে আনন্দের সঙ্গে উপভোগ করো। আমেরিকান বৃদ্ধার স্কাই ডাইভিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ডরোথির সাহসিকতা ও অধ্যবসায় মুগ্ধ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে নীল রঙের শার্ট পরে হাসিমুখে বিমান থেকে ঝাঁপিয়ে স্কাই ডাইভ করতে দেখা যায় ডরোথিকে। ১৩২০০ ফুট উঁচু থেকে ঝাঁপান ডরোথি। নীচে নেমে আসতে তাঁর সময় লাগে ৭ মিনিট।ডিসেম্বরেই ১০৫ বছর হবে ডরোথি হফনারের। এবার তাঁর লক্ষ্য হট এয়ার বেলুনে চাপা।
Free Access