অফবিটরাজ্যের খবর

নিস্বার্থ সেবাকর্মের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন কুলপির বাসিন্দা

Rita Mondal received the President's Award

The Truth of Bengal: নিরলসও নিস্বার্থ সেবাকর্মের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন কুলপির ঈশ্বরীপুর উপস্বাস্থ্যকেন্দ্রের সেবিকা রীতা মণ্ডল। এরমধ্যে সেবিকার কাজের ফলে  উপকৃত হয়েছেন হাজার হাজার রোগী। নার্সের সামাজিক দায়িত্ববোধকে সম্মান জানিয়ে জাতীয় স্তরে এই  পুরস্কার দেওয়া হয়েছে। রীতা মণ্ডল, সম্মানিত হওয়ায় কুলপিও গর্বিত।

অনেকেই চাকরি করেন,মাইনে নেন। কিন্তু কেউ কেউ আছেন,যাঁরা  মানুষের কথা ভেবে বাড়তি দায়িত্ব পালন করেন ।দরদ দিয়ে দেখেন সমাজের মানুষকে।নিঃস্বার্থ সেবায় জীবন উত্সর্গ করেন।সেই তালিকাতেই রয়েছেন সেবিকা রীতা মণ্ডল।আদতে সোনারপুরের বাসিন্দা হলেও তাঁর কর্মক্ষেত্র কুলপি।দীর্ঘ ২৯বছর ধরে সুন্দরবনের মানুষকে সুস্থ রাখার নিরলস লড়াই চালাচ্ছেন তিনি।সেবাই তাঁর কাজে পরম ধর্ম।শিশু থেকে মা, সবার প্রতি যত্ন নিতে তিনি জীবন সঁপে দিয়েছেন। প্রতিদিন ডোর টু ডোর ভিজিট করেন এই স্নেহময়ী সেবিকা।কারুর কোনও সমস্যা দেখলে যতক্ষণ না সুরাহা হচ্ছে ততক্ষণ সাধ্যমতো চেষ্টা করেন।মানবসেবার দীক্ষা নিয়ে সমাজকেও শিক্ষা দিয়ে চলেছেন তিনি।

কর্তব্যের সংজ্ঞাকে যেন নতুন প্রাণের স্পর্শ দিয়েছেন। গুড সামা্রিটানের মতো দুঃস্থ রোগীদের আপনজন হয়ে উঠেছেন  কুলপির ঈশ্বরীপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের সেবিকা।  আর সেই সেবাব্রতীকে কুর্নিশ জানাল সারা দেশ। সেবিকার স্বার্থহীন সেবার কাজকে স্বীকৃতি দিয়ে রীতা মণ্ডলের  হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।এই ধরণের সেবিকার সংখ্যা সমাজে আরও ছড়িয়ে যাক, চান সুন্দরবনের মানুষ। যাঁদের কাজ আগামী প্রজন্মকে উদ্দীপিত করতে পারে…

Related Articles