অফবিটগল্প ও কবিতা

প্রযুক্তির অভিঘাত যেন সাহিত্যের ক্ষতি না করে, সাহিত্যসভায় বার্তা কবি সুদীপ হালদারের

প্রায় দুই শতাধিক সাহিত্যপ্রেমীর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি।

Truth Of Bengal: কলকাতার প্রাণকেন্দ্রে আয়োজিত হল এক মনোজ্ঞ সাহিত্যসভা, কবিতা পাঠ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সম্ভাবনাময় প্রকাশনী ঐক্যতান-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হয় মোট ২৮টি বই- যার মধ্যে রয়েছে ১৯টি যৌথ সংকলন এবং ৯টি একক কাব্যগ্রন্থ।

প্রায় দুই শতাধিক সাহিত্যপ্রেমীর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি। উদীয়মান কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার-কে সম্মান জানানো হয় উত্তরীয় পরিয়ে ও শারদ সম্মাননা স্মারক প্রদান করে। তিনি এই অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে যোগদান করেন।

কবি সুদীপ চন্দ্র হালদার বলেন, ‘চারিদিকে এখন উৎসবের আমেজ, প্রকৃতি নিজেই যেন মাতৃবরণে প্রস্তুত। এমন দিনে সাহিত্যসভা যেন এক অপূর্ব সম্মিলন। বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। একে এগিয়ে নিতে তরুণদের আরও মনোযোগী হতে হবে। প্রযুক্তি যেন সাহিত্যকে ক্ষতিগ্রস্ত না করে—এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’ বিশেষ অতিথি অধ্যাপক তবারক আলী বলেন, এই প্রযুক্তিনির্ভর যুগে তরুণদের সাহিত্যচর্চা সত্যিই প্রশংসনীয়।’

কবি সুলতানা পারভিন বলেন, ‘নতুন প্রজন্মের আন্তরিকতা ও সাহিত্যপ্রেম দেখে আমি অভিভূত।অনুষ্ঠানের শেষ পর্বে ঐক্যতান প্রকাশনীর কর্ণধার সংবাদ সাহু সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যত সাহিত্যচর্চায় পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিয়ালী বসু, নীলিমা মন্ডল, সৌমি সরকার, মৌমিতা গুড়িয়া, দেবাশীষ রায় প্রমুখ গুণীজন।

Related Articles