আবেগপ্রবণ! ব্রেইল কোডের মাধ্যমে বিয়ের প্রস্তাব প্রেমিকাকে, প্রশংসার ঝড় নেটপাড়ায়
Emotional! Man proposes marriage to girlfriend through Braille code, netizens shower him with praise

Truth Of Bengal: ব্রেইল কোড হয়ে উঠলো প্রেমের ভাষা। দৃষ্টিহীন প্রেমিকাকে অভিনব উপায়ে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যা দেখে আপ্লুত নেটিজেনরা। ভাইরাল ভিডিয়োর কমেন্টে শুভকামনা জানিয়েছেন তাঁরা।
This guy surprises his blind girlfriend with a braille marriage proposal
pic.twitter.com/81Snt0yNnu— Science girl (@gunsnrosesgirl3) July 12, 2024
ভিডিয়োটিতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে রয়েছেন এক দৃষ্টিহীন যুবতী। তাঁর সামনে খাবার সার্ভ করলেন রেস্তোরাঁর কর্মী। খাবারের ঢাকা সরাতেই দেখা যায়, প্লেটে খাবারের জায়গায় ব্রেইল কোড করে কিছু লেখা রয়েছে। ওই যুবতী যখন খাবার খাওয়ার জন্য চামচ চায় তখন তাঁর প্রেমিক বলে হাত দিয়ে খেতে। এরপর প্লেটে হাত দিতেই সে বুঝতে পারে কিছু লেখা রয়েছে। অনুভব করে জানতে পারে, ওখানে লেখা রয়েছে,” উইল ইউ ম্যারি মি।” এরপরেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে মেয়েটি। আবেগপ্রবণ হয়ে পড়ে সে। তখনই যুবকটি তার দিকে আংটি এগিয়ে দেয়। মেয়েটির আঙুলে আংটি পরিয়ে দেয় তার প্রেমিক। তৎক্ষণাৎ বিয়ের প্রস্তাবে সম্মতি জানায় এবং দুজন দুজনকে আলিঙ্গন করে।
কে জানত যে ‘ব্রেইল কোড’ প্রেমের ভাষা হয়ে উঠতে পারে? এই প্রস্তাবের ভিডিয়ো বর্তমানে ইন্টারনেট জুড়ে মন জয় করছে। ক্লিপটি সায়েন্স গার্ল নামে একটি জনপ্রিয় এক্স হ্যান্ডেল দ্বারা শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা, ” লোকটি তার দৃষ্টিহীন বান্ধবীকে ব্রেইল পদ্ধতিতে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেয়।”
‘ব্রেইল কোড’,এক বিশেষ পদ্ধতি। যার সাহায্যে দৃষ্টিহীন মানুষ পড়তে এবং লিখতে পারেন। এই পদ্ধতিতে ব্যবহার করা হয় বহু বিন্দু। দৃষ্টিহীনেরা সেই সব বিন্দুতে হাত বুলিয়ে অনুভব করেন কি লেখা রয়েছে। সেই পদ্ধতি অবলম্বন করেই বিয়ের অভিনব প্রস্তাব মন কেড়েছে নেটিজেনদের।