ব্যস্ত রাস্তায়, চলন্ত বাইকে রোম্যান্স! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়
Busy road, moving bike romance! The viral video created a stir

Truth Of Bengal: সম্প্রতি ২১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সড়কের ওপর দিয়ে একটি বাইকে করে যাচ্ছে এক দম্পতি। ভাবছেন এখানে ভাইরাল হওয়ার কি আছে ?
ভাইরাল ভিডিওতে দেখা যায়, চলন্ত বাইকেই চলছে রোম্যান্স। বাইক চালাচ্ছেন প্রেমিকটি। প্রেমিকা বসে রয়েছেন তার সামনে, বলা যায় কোলে। মুহুর্মুহু চুম্বন করছেন এবং আদরে ভরিয়ে দিচ্ছেন প্রেমিককে। দিনের আলোয় ব্যস্ত রাস্তার এই ছবি ভাবাচ্ছে প্রত্যেকে। রাস্তায় বাকিদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
నడి రోడ్డు మీద బైక్ పై అసభ్యంగా ప్రవర్తించిన ప్రేమ జంట
హైదరాబాద్ – నగర శివార్లలోని పహాడీ షరీఫ్ ప్రధాన రహదారిపై బైక్ మీద వెళ్తూ అసభ్యంగా ప్రవర్తించిన ప్రేమ జంట pic.twitter.com/VZ5bZ1nrju
— Telugu Scribe (@TeluguScribe) September 25, 2024
ঘটনাটি হায়দ্রাবাদের পুরানো শহরের। ভিডিও নজরে আসার পরেই পুলিশ সুও-মোটো মামলার অধীনে অভিযোগ করেছে। ইতিমধ্যেই বাইকের নম্বর প্লেট ব্যবহার করে দম্পতিকে শনাক্ত করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি এই ধরণের ঘটনার ক্রমবর্ধমান প্রবণতাকে মোকাবেলা করার জন্য একটি দল গঠন গঠন করা হয়েছে পুলিশের তরফে।