অফবিট

৬০ টাকার অর্ডারের বিল ১১২ টাকা! অতিরিক্ত ফি দেখে হতবাক মহিলা

60 rupees order bill 112 rupees! Woman shocked by extra fee

Truth Of Bengal : কুইক কমার্স প্ল্যাটফর্ম আসার ফলে আমাদের জীবন আরো সহজ থেকে সহজতর হয়ে উঠেছে। আপৎকালীন কোন জিনিসের প্রয়োজন পড়লে আমাদের আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস দরকার পড়লেও আমাদের দোরগোড়ায় এসে পৌঁছে যায় জিনিস। আমাদের অনেক সময় এমন কিছু ছোটখাট জিনিসের দরকার পড়ে। যার অর্থ মূল্য সামান্য। কিন্তু সেখানেই সমস্যা।

অনলাইন প্লাটফর্মে সামান্য কিছু অর্ডার দিলে ওই প্ল্যাটফর্মগুলি তাতে অতিরিক্ত চার্জ যুক্ত করে। আমাদের কাছে জিনিস সরবরাহ করতে ডেলিভারি বয়কে ক্ষতিপূরণ থেকে শুরু করে খোরপোষ দিতে হয় একাধিক কারণের। প্ল্যাটফর্মে সামান্য কিছু অর্ডার দিলে তার মূল্য বাবদ এক্সট্রা টাকাও পেমেন্ট করতে হয়। আর এই অতিরিক্ত পেমেন্ট অনেক সময় জিনিসের মূল্য থেকে চার গুণ বেশি হয়।

এমনটাই ঘটেছে এক মহিলার সঙ্গে। মেধাবী সিং কুইক কমার্শিয়াল প্ল্যাটফর্ম গুলির কার্টের একটি স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। পোস্ট করা স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে ওই মহিলা ৬০ টাকা মূল্যের একটি জিনিস অর্ডার করেছিলেন। এরপর তিনটি ভিন্ন ধরনের ফি এর জন্য তাকে মোট ১১২ টাকা চার্জ করা হয়েছিল। যার মধ্যে একটি ছিল ‘স্মল কার্ট’ চার্জ। কারণ তিনি যে আইটেমটি যোগ করেছিলেন তার দাম ছিল মাত্র ৬০ টাকা।

ওই স্ক্রিনশটটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা কুইক কমার্শিয়াল প্ল্যাটফর্মকে “স্ক্যাম” বলে অভিহিত করেছে। অনেকে আবার জানিয়েছেন, “এক্সট্রা পেমেন্ট করার থেকে নিজে গিয়ে জিনিসটি কিনে আনা শ্রেয়”। মেধাবী জানিয়েছেন, তিনি কার্টের ওপর আরোপিত চার্জ দেখার পরে, অতিরিক্ত অর্থ প্রদান এড়াতে তিনি আর অর্ডার দেননি।

Related Articles