লাইফস্টাইল
Trending

অন্যের ব্যক্তিত্ব বুঝতে চান? জানেন খাওয়ার ধরনেই ফুটে উঠবে ব্যক্তিত্ব!

You know how to eat personality will emerge!

The Truth Of Bengal, Mou Basu : আমাদের খাবার খাওয়ার ধরন, খাদ্যাভ্যাস বলে দেয় আমরা মানুষ কেমন। খাবার খাওয়ার ধরনে আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে।

কীভাবে খাওয়ার স্টাইল দেখে বোঝা যায় উল্টো দিকের মানুষটি কেমন?

১) আপনি যদি খুব তাড়াতাড়ি খান তার মানে আপনি খুবই গোল ওরিয়েন্টেড, ফোকাসড। অর্থাৎ আপনি সব সময় আপনার লক্ষ্যে স্থির থাকেন। সব সময় জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামেন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে অন্য কাজ শুরু করার মানসিকতা কাজ করে আপনার মনে। তবে জীবনের কিছু ক্ষেত্রে আপনি খুবই অধৈর্য্য। তাড়াতাড়ি খাওয়ার কারণে আপনি খাবারের স্বাদ ঠিকমতো অনুভব করেন না। তবে যারা তাড়াতাড়ি খান তাঁরা খুবই অ্যাম্বিশাস ও মাল্টিটাস্কার বা একসঙ্গে অনেক কাজে পারদর্শী হন। ভবিষ্যতের কথা বেশি ভাবেন।

২) আপনি যদি খুব ধীরে ধীরে দেরি করে খান তার মানে আপনি সব সময় রিল্যাক্সড থাকেন। আপনি যে কোনো কাজে খুবই মনোযোগী। খাবারের স্বাদ, গন্ধ তারিয়ে তারিয়ে উপভোগ করেন। সবার সঙ্গে মিলেমিশে খেতে পছন্দ করেন। জীবনের সর্বক্ষেত্রে ধৈর্যশীল হয়। খুবই আবেগপ্রবণ হন। ভালোমন্দ সবকিছুকেই স্বাভাবিক ভাবে গ্রহণ করেন। বাস্তববাদী হন। ভালোবেসে আপন করে নেওয়ার ক্ষমতা রয়েছে।

৩) আপনি যদি খুব ভেবেচিন্তে খাবার খান তার মানে আপনি অনুসন্ধান করতে ভালোবাসেন। সবকিছু জানার আগ্রহ রয়েছে। আপন করে নেওয়ার মানসিকতা রয়েছে। আপনি আপনার চিন্তাধারা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আপনি যেটুকু খান তা তাড়াহুড়ো করে নয় ধীরে ধীরে উপভোগ করে খান।

৪) আপনি যদি খুব হড়বড় করে হাবিজাবি একগাদা খাবার একসঙ্গে খান তার মানে আপনি খুবই অধৈর্য্য, আবেগপ্রবণ। নিজেকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন না। তাড়াহুড়ো করে খান। ভেবেচিন্তে খাবার খান না।

৫) যে সব ব্যক্তি সব সময় স্বাস্থ্যকর খাবার খান তার মানে তিনি খুবই ডিসিপ্লিনড, জীবনে নিয়মশৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। লক্ষ্যে সর্বদা ধীরস্থির হন। সুস্বাস্থ্যের জন্য নিজের পছন্দকেও বলিদান দিতে পিছপা হন না।

৬) যে সব ব্যক্তি অস্বাস্থ্যকর হাবিজাবি ভাজাভুজি খাবার খেতে পছন্দ করেন তাঁদের মধ্যে একটা সেলফ ডেস্ট্রাক্টিভ অর্থাৎ আত্মধ্বংসের প্রবণতা থাকে।

৭) আপনি যদি সবার মাঝে বসে সবার সঙ্গে মিলেমিশে খেতে পছন্দ করেন তার মানে আপনি খুবই মিশুকে এক্সট্রোভার্ট ব্যক্তি। কিন্তু আপনি যদি একা একা নিরালায় খেতে পছন্দ করেন তার মানে আপনি খুবই ইন্ট্রোভার্ট। নিজের পছন্দ মতো সময় নিজের মতো কাটাতে ভালোবাসেন। আপনি খুবই ডিটেইল ওরিয়েন্টেড হন।

৮) নিত্য নতুন খাবার খেতে যদি আপনি পছন্দ করেন তার মানে আপনি ঝুঁকি নিতে পিছপা হন না। উদারমনা হন। অ্যাডভেঞ্চারপ্রিয় হন। নিত্য নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতা সঞ্চয় করতে ভালোবাসেন। কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে কাজ করতে ভালোবাসেন।

৯) চেনা পরিচিত খাবার খেতে পছন্দ করলে আপনি চিন্তাভাবনা ও পছন্দ অপছন্দের ক্ষেত্রে চেনা ছকের বাইরে বেরোতে চান না।

১০) মন মানসিকতা অনুযায়ী যারা খাবার খান তাঁরা খুবই স্পর্শকাতর, সংবেদনশীল হন। খাবার খাওয়ার মাধ্যমে উদ্বেগ, অবসাদ কাটিয়ে উঠতে পছন্দ করেন।

১১) আপনি যদি সবকিছু নিখুঁত ভাবে খান তার মানে আপনার পর্যবেক্ষণ শক্তি অসাধারণ। আপনি খুবই অর্গানাইজড।

 

FREE ACCESS

Related Articles