লাইফস্টাইল

কাঁচা দুধেই লুকিয়ে রয়েছে উজ্জ্বল ঝকঝকে ত্বকের রহস্য

The secret of glowing skin is hidden in raw milk

The Truth of Bengal,Mou Basu: দুধ না খেলে ভালো ছেলে বা মেয়ে হবেন কিনা তা বলা শক্ত। কিন্তু একটা কথা হলফ করে বলা যায় উজ্জ্বল ঝকঝকে ত্বক পেতে অবশ্যই ভরসা রাখুন কাঁচা দুধের ওপর। ভিটামিন, প্রোটিন, ল্যাকটিক অ্যাসিডে সমৃদ্ধ কাঁচা দুধ এমনই এক ভার্সেটাইল ঘরোয়া উপাদান যা খুব সহজে ত্বকের মলিনতা কাটিয়ে স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

দেখে নিন কীভাবে কাঁচা দুধ দিয়ে ফেসপ্যাক বানাবেন?

১) ২ টেবিল চামচ কাঁচা দুধ আর এক টেবিল চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। দুধে আছে ময়েশ্চারাইজিং এফেক্ট, হলুদে আছে অ্যান্টিইনফ্লেমটরি গুণ ও ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার ক্ষমতা। সপ্তাহে ২ দিন করে ব্যবহার করলে ত্বকের দাগছোপ দূর হবে।

২) ২ টেবিল চামচ কাঁচা দুধ আর ১ টেবিল চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মধু আর দুধে ময়েশ্চারাইজিং এফেক্ট পাওয়া যায়। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য দারুণ কার্যকরী। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। তবে খাঁটি মধু ব্যবহার করবেন।

৩) ২ টেবিল চামচ কাঁচা দুধ আর এক টেবিল চামচ ওটমিল গুঁড়ো মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে রাখুন। আস্তে আস্তে ঘষুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে ত্বকের মরা কোষ উঠে গিয়ে স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।

৪) ২ টেবিল চামচ কাঁচা দুধ আর ২ টেবিল চামচ শশার রস মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে রাখুন। কুলিং এফেক্ট হবে। ত্বকের লালচে ভাব, চুলকানি দূর হবে। ত্বক উজ্জ্বল হবে।

৫) ২ টেবিল চামচ কাঁচা দুধ আর এক টেবিল চামচ বেসন গুঁড়ো মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে রাখুন। সপ্তাহে একবার করলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমে যায়। মরা কোষ উঠে গিয়ে স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে।

৬) ২ টেবিল চামচ কাঁচা দুধ আর ২ টেবিল চামচ পাকা পেঁপে বাটা মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে রাখুন। প্যাপেইন উৎসেচক আছে পেঁপেতে। এক্সফলিয়েটিং গুণ থাকে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে।

৭) সপ্তাহে একবার ২ টেবিল চামচ কাঁচা দুধ আর এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে রাখুন। চুলকানি দূর হবে।

৮) ২ টেবিল চামচ কাঁচা দুধ আর এক টেবিল চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে রাখুন। সপ্তাহে একবার করলে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে।

Related Articles