ফোন ধরার কায়দা বুঝিয়ে দেবে ব্যক্তিত্বের বিকাশ
The manner of holding the phone will explain the development of the personality

The Truth of Bengal,Mou Basu: আধুনিক কেতাদুরস্ত জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হল ফোন। ফোন ধরার কায়দা বিশ্লেষণ করলেও বোঝা যায় আপনার ব্যক্তিত্ব। আপনি মানুষ কেমন তা ফুটে ওঠে আপনার ফোন ধরার কায়দাতেই।
কীভাবে ফোন ধরার স্টাইল দেখে বোঝা যায় আপনি কেমন মানুষ—-
১) যদি আপনি এক হাত দিয়ে ফোন ধরেন আর সেই একই হাতের বুড়ো আঙুল দিয়ে ফোন স্ক্রোল করেন তার মানে আপনি খুবই ইতিবাচক মানসিকতার মানুষ। সব সময় আপনি আশাবাদী ও আত্মবিশ্বাসী থাকেন। যে কোনো কাজে নিজের চিন্তাভাবনার ওপর ভরসা করেন। আপনি খুব কেয়ারফ্রি মানুষ। জীবন যেমন তেমন ভাবেই আপনি গ্রহণ করেন। অভিযোগ, অনুযোগ করা পছন্দ করেন না। নিজের দক্ষতার ওপর ভরসা করেন। ব্যর্থ হলেও ভেঙে পড়েন না মানসিক ভাবে। চরৈবতি মন্ত্র নিয়ে এগিয়ে চলেন।
২) আপনি যদি ২ হাত দিয়ে ফোন ধরেন আর বুড়ো আঙুল দিয়ে ফোন স্ক্রোল করেন বা ফোনে টাইপ করেন তার মানে আপনি খুবই ইন্টটিউটিভ। নিজের মন মানসিকতার ওপর নির্ভর করেন। আপনি খুব ভালো লোকের চরিত্র বিশ্লেষণ করতে পারেন। তবে আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন না। আপনি অন্যদের প্রতি খুব যত্নশীল, সংবেদনশীল। খুঁটিনাটির বিষয়ের ওপর আপনার খুব নজর।
৩) আপনি যদি ২ হাত দিয়ে ফোন ধরেন আর ২ হাতের বুড়ো আঙুল দিয়ে ফোন স্ক্রোল করেন বা ফোনে টাইপ করেন তাহলে আপনি খুব বুদ্ধিমান, এনার্জেটিক। বহুমুখী প্রতিভার অধিকারী। সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। বদলকে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেন। বিশ্লেষণধর্মী মানসিকতা কাজ করে। জীবন যেমন তেমন ভাবে আপনি গ্রহণ করেন। আপনি খুব ট্যাক্টফুল। সব দিকে খুঁটিনাটি নজরে রাখেন। অন্যের মন মানসিকতা খুব ভালো বুঝতে পারেন। আপনি খুব ভরসাযোগ্য। আপনি মাটির মানুষ, বাস্তববাদী, শান্তশিষ্ঠ। বলার চেয়ে অন্যের কথা শুনতে বেশি ভালোবাসেন।
৪) আপনি যদি ফোন একহাত ধরে ধরেন আর অন্য হাতের তর্জনী দিয়ে ফোন স্ক্রোল করেন বা ফোনে টাইপ করেন তাহলে আপনি খুব বুদ্ধিমান, স্মার্ট ব্যক্তি। বয়সের তুলনায় আপনি খুব মানসিক ভাবে পরিপক্ব বা ম্যাচিয়র। শৈল্পিক চেতনা থাকে। যে কোনো পরিস্থিতিতে আপনি শান্তশিষ্ঠ থাকেন। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেন।