Security Alert: হ্যাকারদের ফাঁদ থেকে মিলতে পারে মুক্তি ! সরকারের বিজ্ঞপ্তি মানলে উপকৃত হবেন আপনিও
Security Alert: Hackers can get rid of the trap! You will also benefit if you follow the government's notification

The Truth Of Bengal: বর্তমানের টেকস্যাভি এবং জেট-ফাস্ট যুগে দাঁড়িয়ে আমরা কোনোমতেই স্মার্টফোনের গুরুত্ব অস্বীকার করতে পারিনা। অনলাইনে ফুড অর্ডার থেকে শুরু করে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম, সবটাই স্মার্টফোনের মাধ্যমেই করা হয়ে থাকে। তবে, একদিকে যেখানে একাধিক সুবিধা রয়েছে এই ডিভাইস ব্যবহার করার অপরদিকে, এই ডিভাইসই মাঝে-মাঝে বিপদে ফেলে দেয় আমাদের। আর এই বিপদে ফেলার মূল কারিগর হল হ্যাকার।
সম্প্রতি, আমেরিকা সরকারের তরফে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এনএসএ-র তরফে এবার হ্যাকিং রুখতে স্মার্টফোন ব্যবহারকারীদের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। বলা হচ্ছে, নিয়মিত ফোন আপডেটেড রাখলে এবং রিস্টার্ট করলে, হ্যাকারদের হাত থেকে বাঁচা সম্ভব। এছাড়া, এনএসএ-র তরফে এও বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এমন অনেক অ্যাপ্লিকেশন আমাদের ফোনে থেকে যায়, যেগুলো সচরাচর আমরা ব্যবহার করিনা।
সেক্ষেত্রে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটিংস অপশনে গিয়ে পারমিশনগুলো ডিজেবল করে দেওয়া উচিত, নাহলে হ্যাকারদের প্রবেশ হতে পারে স্মার্টফোনগুলোতে। এছাড়া, বিভিন্ন পাবলিক ওয়াইফাই হোক বা পাবলিক চার্জিং স্টেশনগুলো এড়ানোরও বার্তা দেওয়া হয়েছে এনএসএ-র তরফে। সব মিলিয়ে, উপরোক্ত সতর্কতামূলক বিষয়গুলো মেনে চললে যে হ্যাকারদের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া সম্ভব, তা বলাবাহুল্য।