আজকের দিনে

কর্মক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরবে কোন রাশির? দেখে নিন আজকের রাশিফল

Today’s Horoscope

The Truth of Bengal: আজকের রাশিফল বুধবার ১১ অক্টোবর চন্দ্র আজ সিংহ রাশিতে বিচরণ করবে। এদিন পূর্বাফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। পাশাপাশি শুভ লাভ যোগ তৈরি হবে। এর ফলে বুধবারের মাহাত্ম্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে। মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আবার কর্কট রাশির জাতকদের অসম্পূর্ণ কাজ পূর্ণ হবে। এ ছাড়াও অন্যান্য রাশির ভাগ্যে আর কী আছে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেষ রাশি

এই রাশির এই সপ্তাহে ধনাভাব অতিশয় শুভ। এই সময় বহুমুখী উপায়ে অর্থ রোজগার করতে পারবেন। সন্তানের লেখাপড়ায় উন্নতি। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মায়ের স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভাল যাবে না। সপ্তাহের শেষে শ্বশুরকুল থেকে আর্থিক আনুকূল‌্য লাভের যোগ প্রবল। পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকরা সাবধানে সমস্ত কাজ করবেন। না-হলে এক সঙ্গে একাধিক সমস্যা দেখা দেবে। ভয় না-পেয়ে দৃঢ় হস্তে মোকাবিলা করুন।ব্যবসায় শত্রুরা আপনার লোকসান করতে পারে।ব্যবসায়িক ডিল চূড়ান্ত করার সময়ে কারও কথায় কান দেবেন না।৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গায়ত্রী চালিসা পাঠ করুন।

মিথুন রাশি

আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকুন। এই রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ‌্য ভাল থাকবে। এই সময় সঞ্চয়ে মন দেওয়া দরকার। পরিবারে কারও কারও স্বার্থপরতার জন‌্য সম্পর্ক নষ্ট হতে পারে। সন্তানদের স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু সমস‌্যা লক্ষ‌ করা যায়। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচানোর জন‌্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর ফল পাবেন আপনারা।নিজের জন্য অধিক অর্থ ব্যয় করবেন না। কারণ তা দেখে শত্রুরা ঈর্ষান্বিত হবেন।বুদ্ধি ও বিচক্ষণতা প্রয়োগ করে ব্যবসায়ে নতুন কাজ শুরু করতে পারেন।ছাত্রছাত্রীরা বরিষ্ঠদের সহযোগিতা কামনা করবেন, তখনই পরীক্ষার পথের সমস্ত বাধা দূর হবে।আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

সিংহ রাশি

কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সারল্যের সুযোগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার সুনাম নষ্ট করতে পারে। সপ্তাহের মধ‌্যভাগ থেকে ভালমন্দ মিশিয়ে কাটবে। খুব একটি উন্নতির আশা না করাই শ্রেয়। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। সপ্তাহের শেষের দিকে কোনও ভাল খবর পেতে পারেন। সন্তানদের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য আপনি গর্ব বোধ করবেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকরা বিরোধীর সমালোচনা উপেক্ষা করে যান।সন্ধ্যা নাগাদ কোনও অতিথি আগমনের ফলে অর্থ ব্যয় হবে।আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।সুখ-সুবিধায় ব্য়য় হবে।ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

তুলা রাশি

তুলা রাশির জাতকরা স্বাস্থ্যের যত্ন নিন। কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে তা আরও বাড়তে পারে।চাকরিজীবীদের পরামর্শকে স্বাগত জানানো হবে।পদোন্নতি লাভের যোগ রয়েছে।সন্ধ্যা নাগাদ ধন বৃদ্ধি হতে পারে।রাজ্য ও সমাজ থেকে কাঙ্খিত সহযোগিতা লাভ করবেন।ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ধনাভাব শুভ। পূর্ববর্তী সপ্তাহগুলির তুলনায় এই সময় আয় অনেক বৃদ্ধি পাবে। খেলাধুলায় কৃতিত্বের জন‌্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহ যোগ এই সময় লক্ষ করা যায়। সন্তানের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে। পরিবারের কারও শরীরের অসুস্থতার জন‌্য ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। সপ্তাহের শেষের দিকে পিতার স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতকরা আজ প্রচুর পরিশ্রম করবেন।ব্যবসায়ে কোনও বিশেষ কাজের কারণে চিন্তিত থাকবেন। এর জন্য ভাইয়ের সাহায্য নিতে পারেন।পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমীর দেখা করাতে পারেন।অর্থ লগ্নি করলে লাভান্বিত হবেন।ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। গোরুকে গুড় খাওয়ান।

মকর রাশি

সপ্তাহের প্রারম্ভে কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। ব‌্যবসায়ও উন্নতির যোগ লক্ষ‌ করা যায়। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজে করবেন। কর্মক্ষেত্রে কোনও প্রতারকের পাল্লায় পড়ে অর্থ নষ্ট হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা আজ ভবিষ্যতের নতুন পরিকল্পনায় লগ্নি করতে পারবেন।চাকরিজীবীরা বরিষ্ঠদের সাহায্যে পদোন্নতি লাভ করতে পারেন।সন্তানকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চললে তার সমাধান হবে।মা-বাবার আশীর্বাদে কাজ করলে সাফল্য লাভ করবেন।চাকরির খোঁজে থাকলে অপেক্ষা করুন।ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

মীন রাশি

সপ্তাহের শুরুটা গতানুগতিকভাবে চলবে। এই সময় বিশেষে কোনও পরিবর্তন জীবনে আসবে না। সৃষ্টিশীল কাজে আপনার মেধ‌ার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি থেকে মুক্তি। সপ্তাহের মধ‌্যভাগে নিজের ও পরিবারের স্বাস্থে‌র ব‌্যাপারে যত্নবান হোন। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ও গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন।

FREE ACCESS

 

Related Articles