রাশি অনুযায়ী আপনার গলার স্বর কেমন? জানেন কি
How is the tone of your voice according to the zodiac sign? do you know

The Truth Of Bengal: একেক জনের গলার স্বর একেক রকম। কারও গলার স্বর মিহি, কারোর আবার মোটা। কারও গলার স্বর হয় কর্কশ। কারোর গলার স্বর আবার সুরেলা হয়। কারোর কণ্ঠস্বর আবার হয় ভাঙা ভাঙা। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, গলার স্বর শুনেই মানুষের চরিত্র বিশ্লেষণ করা যায়।
বিভিন্ন রাশির জাতক জাতিকার বাচনভঙ্গি কেমন হয়—
মেষ রাশি: মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। জাতক-জাতিকার কথাবার্তা অমায়িক হয়। সাবলীলভাবে মানুষকে সব কিছু বুঝিয়ে বলতে পারে।
বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির জাতক জাতিকার বাচনভঙ্গি কোমল হয়। তবে জোরের সঙ্গে নিজের মতামত ব্যক্ত করে।
মিথুন রাশি: মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির জাতক জাতিকা অতিরিক্ত কথা বলে। জোরে জোরে কথা বলে। কথাবার্তার মধ্যে কৌতুকভাব থাকে।
কর্কট রাশি: কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশির জাতক জাতিকা কোমল স্বভাবের হয়। কথাবার্তার মধ্যে কোমললতা বজায় রাখে।
সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। এই রাশির জাতক জাতিকাদের কথাবার্তা মন্ত্রমুগ্ধ করে রাখে। লোকে এদের মুখের ওপর কথা বলতে পারে না।
কন্যা রাশি: কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির জাতক জাতিকার বাচনভঙ্গি কোমল হয়। মিষ্টি কথা বলে লোকের মন জয় করে নিতে পারে।
তুলা রাশি: তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির জাতক জাতিকার কথাবার্তা সহজ সরল হয়। একই কথা বারবার বলে। বুদ্ধিদীপ্ত কথা বলে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতক জাতিকা কখনো আস্তে কখনো আবার জোরে কথাবার্তা বলে।
ধনু রাশি: ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকার কথাবার্তায় কুটিলতা থাকে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নরম, মিষ্টি করে কথা বলে।
মকর রাশি: মকর রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির জাতক জাতিকা প্রচণ্ড জোরে কথা বলে। স্বাভাবিক কথা শুনলে মনে হয় ঝগড়া করছে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। মিষ্টি মধুর কথাবার্তায় লোককে আকৃষ্ট করে রাখে।
মীন রাশি: মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। মিষ্টি মধুর কথাবার্তায় লোকে সম্মোহিত হয়ে থাকে।
FREE ACCESS