লাইফস্টাইল

বাড়ি হোক কিংবা অফিস, সারাক্ষণ এসির ঠান্ডার মধ্যে থাকছেন, যেচে কী বিপদ ডেকে আনছেন জানেন

Be it home or office, you stay in the cold of AC all the time

The Truth of Bengal,Mou Basu: গরম যতই বাড়ছে ততই আমরা অর্থ খরচ করে ঠান্ডা কিনছি। বাড়ি হোক কিংবা অফিস, দামি এসি মেশিন লাগিয়ে সর্বক্ষণই প্রায় এসির ঠান্ডা বাতাবরণের মধ্যে কাটাচ্ছি। সারাক্ষণ এসির ঠান্ডায় থাকতে হয়ত সাময়িক ভাবে আরাম মিলছে কিন্তু জানেন কি যেচে অনেক বিপদ ডেকে আনছেন।

সারাক্ষণ এসির ঠান্ডায় মধ্যে থাকা কেন বিপজ্জনক

নগরোন্নয়ন যত পরিমাণে বাড়ছে, মানুষের আয় যত পরিমাণে বাড়ছে তত বেশি পরিমাণে মানুষ এসির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এসি মেশিন জলীয় বাষ্প কনডেন্স করার প্রক্রিয়ার মাধ্যমে বাতাসকে ঠান্ডা করে আর ঘরের ভেতরের আর্দ্রতা কমিয়ে দেয়।টানা এসির ঠান্ডায় থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকে চাকা চাকা দাগ দেখা যায়। মাথার যন্ত্রণা, শুকনো কাশি হয়। এছাড়াও বমিবমি ভাব, চোখ ঘোলাটে হয়ে যাওয়া, ক্লান্তি, মনঃসংযোগে ঘাটতি, নাকে ঠিকমতো গন্ধ না পাওয়ার মতো সমস্যা হয়। পাশাপাশি, অ্যাজমা ও অ্যালার্জির আশঙ্কা বাড়ে। জলশূন্যতা দেখা যায় শরীরে। খুব কম সংখ্যক এসি মেশিনে উন্নত মানের ফিল্টার থাকে। ঠিকমতো পরিষ্কার না হলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

Related Articles