পশ্চিমবঙ্গের বড় লোক জেলা কোনটি ? জানুন সবিস্তারে
Which is the biggest district of West Bengal

The Truth of Bengal: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে ধনী জেলা কোনটি ? অর্থাৎ কোন জেলা সবদিক থেকে এগিয়ে । শিক্ষা – স্বাস্থ্য পুষ্টি সব দিক থেকে কোন জেলা এগিয়ে ? উত্তরটা হয়তো অনেকেরই জানা। পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সব জেলার মধ্যে ধনী হলো কলকাতা। কলকাতা অবশ্য পশ্চিমবঙ্গের রাজধানী ও। এই শহরে যেমন কাজের নানান ক্ষেত্র রয়েছে। তেমন ভাবে আর কিভাবে সমৃদ্ধশালী।
তালে তোমার শহরে বড় বড় অফিস কারখানা এককথায় কর্মসংস্থানে বিপুল আয়োজন রয়েছে মহানগরীতে। কলকাতা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অফিস কাছারি। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ ছ। বিনোদনের বহু ক্ষেত্র। রয়েছে এলাহী খাওয়া-দাওয়া জন্য বিভিন্ন রেস্টুরেন্ট। এখানে অন্যান্য জেলা থেকে দারিদ্রের সংখ্যা অনেক কম।
আর্থিক দিক থেকে সমৃদ্ধ এই কলকাতা । অন্যান্য জেলা থেকে কলকাতার জনবিন্যাসটাও একেবারে অন্যরকম। তথ্যপ্রযুক্তির খাস তালুকু ও কলকাতা।তিলোত্তমা নগরী তাই সবদিক থেকে এগিয়ে বলে বিভিন্ন সমীক্ষায় নানান সময় উঠে এসেছে।