কলকাতা

উদ্ধার মানুষের মাথার খুলি ও প্রচুর হাড়গোড়, কলকাতার কোথায় মিলল?

Where in Kolkata were the recovered human skulls and numerous bones found?

Truth Of Bengal: হাসপাতালের মর্গের বাইরে মিলল মাথার খুলি। উদ্ধার করা হয়েছে মানুষের হাড়গোড়ও। মর্গের বাইরে ঝোপের মধ্য থেকে উদ্ধার হয়েছে। ঘটনাটি খাস কলকাতার বেলেঘাটা আইডি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। হাড়গোড় উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন হাসপাতাল সুপার। হাড়গোড় উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

Related Articles