কলকাতা

কেমন থাকবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া

West Bengal Weather

The Truth Of Bengal: সপ্তাহের শুরুতে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। নতুন সপ্তাহে পশ্চিমবাঙলার আবহাওয়া-আকাশ কেমন থাকে সে দিকেই নজর সবার। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , হুগলি বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। এমনকি কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী তিন চারদিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আরও পড়ুন-
আত্মহত্যা রুখতে কলকাতা মেট্রোর নয়া পদক্ষেপ, বসছে প্লাটফর্ম স্ক্রিন ডোর

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই অংশত মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles