কলকাতা

সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, দক্ষিণবঙ্গে শীতের দোসর বৃষ্টি

Weather Update 

The Truth of Bengal: কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। প্রবাদের সেই কথা সত্যি প্রমাণ করে গত কয়েকদিন বেশ ভালই ব্যাটিং করে শীত। হিমেল হাওয়ায় শীতের মজা দারুণ উপভোগ করে রাজ্যবাসী। কলকাতা তো বটেই, পশ্চিমের জেলাগুলিতে শীতের কামড় ছিল তীব্র। পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো জেলায় পারদ নেমেছিল ৬ডিগ্রি সেলসিয়াসের কাছে। সঙ্গে ছিল কুয়াশার দাপট। বুধবার থেকে বদল এল আবহাওয়ায়। হঠাৎ সেই দাপট উধাও। ঠান্ডা আমেজ থাকলেও শীতের কামড় কমেছে অনেকটাই। কলকাতায় একধাক্কায় তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতেও কিছুটা ঊর্ধ্বমুখী পারদ।

অন্যদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে কলকাতা এবং আশেপাশের বেশ কিছু জায়গা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। আবহাওয়ার খামখেয়ালিপনা নাজেহাল রাজ্যবাসী। মঙ্গলবার ছিল মরসুমের শীতলতম দিন। তা কেটে যাওয়ার পরের দিনই তাপমাত্রা আবার বেড়েছে। সঙ্গে দোসর হয়েছে বৃষ্টি। বুধবার কয়েকটি জেলায় সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সর্বত্রই দাপট কমবে বৃষ্টির।

দিনের তাপমাত্রা বাড়লেও এখনও স্বাভাবিকের নিচে আছে।‌ আগামী দুদিনে সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। দু’দিন পর অর্থাৎ শনিবার থেকে আবারও নামতে পারে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে অবশ্য শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিমে এই মুহূর্তে তীব্র শীতের পাশাপাশি চলছে তুষারপাত। তার প্রভাবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কুয়াশার দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে।

Related Articles