কলকাতারাজ্যের খবর

বড়দিনের আগে বাড়তে পারে তাপমাত্রা! জানাল আবহাওয়া দফতর

Weather Report

The Truth of Bengal: সামনেই উৎসবের মরসুম। বড়দিন থেকেই শুরু হবে ছুটির সুপ্তাহ। অনেকেই এই সময়ে কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরতে যান। তবে এই ছুটির দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? তাপমাত্রা বাড়বে নাকি কমবে? এই প্রশ্নের উত্তর দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর শনি ও রবিবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আপাতত পরিস্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষশেষে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘুর্নাবর্ত। এর প্রভাবে উইকেন্ডে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। শহরে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। শীতের লম্বা স্পেল শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। আবহাওয়া দফতর সূত্রের খবর, একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। এর ফলে পূবালী হাওয়ার দাপট বাড়বে কমবে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব। যার ফলে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা। আপাতত শীতের স্পেল জারি থাকবে। শুক্রবার পর্যন্ত একইরকম আবহাওয়া। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা।

কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব। অন্যদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা। আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা। সবথেকে বেশি কুয়াশা ত্রিপুরাতে সম্ভাবনা। কাল শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে পাঞ্জাব এবং হরিয়ানা ও উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়।

Free Access

 

Related Articles