কলকাতা

আজ তিলোওমা কাণ্ডের রায়দান, আদালত চত্বরে জমায়েতের ডাক ডাক্তার, নার্সদের

Tilooma case verdict today, doctors, nurses call for gathering at court premises

Truth Of Bengal: শনিবার দুপুর ২টো নাগাদ শিয়ালদা আদালতে আরজি কর কান্ডের রায় ঘোষণা। এদিকে তার আগেই আদালত চত্বরে জগতের ডাক দিয়েছেন জুনিয়র-সিনিয়ার ডাক্তারেরা। এদিন বেলা ১টার পর থেকেই জমায়েত শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। এই জমায়েতে অংশ নেবেন নার্সদের সংগঠন‌ও।

এদিন শিয়ালদা চত্বরে জমায়েতের ডাক দিয়েছে ডাক্তার ও নার্সদের মোট চারটি সংগঠন। শনিবার দুপুরে ১টা থাকে সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটির জমায়েত রয়েছে। আর ২টো থেকে জমায়েতের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই চার সংগঠনই তাদের জমায়েতে ডাকে সাধারণ মানুষকে সামিল হ‌ওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ৯ই আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকে দেহ উদ্ধারের পরেই আন্দোলনের পথে নামে জুনিয়র ডাক্তারেরা। বিচার এবং স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের দাবিতে প্রথম থেকেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট সক্রিয় ভূমিকা পালন করেছিল। অনশনেও বসেছিল তাদের কয়েকজন প্রতিনিধি। সে সময় তাদের পাশে দাঁড়িয়ে পথে নেমেছিলেন বহু মানুষ।

শনিবার দুপুর ২টো নাগাদ শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে আরজি কর মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই ঘটনায় সিবিআই তাদের চার্জশিটে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযোগ বলে উল্লেখ করেছে। তার সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে নির্যাতিতার পরিবার দাবি করেছে, একজন মানুষের পক্ষে এমন নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয়। তারা দাবি জানিয়েছেন এই ঘটনার আরও নিখুঁত তদন্ত হোক। এই আবহে সবার নজর এখন আজকের রায়ের দিকে, কী রায় দিতে চলেছে শিয়ালদা আদালত!

Related Articles