কলকাতা

জানা গেল আসল পরিচয়, আহিরীটোলা কান্ডে বড় আপডেট

The real identity has been revealed, a big update has come in the Ahiritola case.

Truth Of Bengal: ট্রলিতে করে মৃতদেহ আনার ঘটনায় এবার নয়া তথ্য সামনে আসল। নীল রঙের ট্রলিতে যে দেহটি ছিল, সেটি আদতে মহিলারই একথা স্পষ্ট হয়ে গিয়েছে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে, ধৃতেরা হলেন ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। পুলিশসূত্রে খবর, মৃতা মহিলার নাম সুমিতা ঘোষ। তিনি সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসিশ্বাশুড়ি হন।

সূত্রের খবর, ওই মহিলাকে খুন করে দেহ ট্রলিতে ভরা হয়। কী কারণে তাঁকে খুন করা হল, এর পিছনে মোটিভ কী ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে আগেই বলা হয়, ট্রলির মধ্যে থাকা দেহটি নাকি এক মহিলার। তাঁদের পক্ষ থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে আগে ওই ট্রলি ব্যাগটিকে বাজেয়াপ্ত করে। পরে, ওই দুই মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

পাশাপাশি, স্থানীয়রা পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করে। তাঁদের পক্ষ থেকে অভিযোগ, খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই নাকি ওই দুই মহিলা দেহটি নিয়ে গঙ্গায় ভাসাতে এসেছিলেন। পুলিশের পক্ষ থেকে অবশ্য পূর্ণাঙ্গ ঘটনাটির দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আটক হওয়া ওই দুই মহিলার বক্তব্য, ট্রলির মধ্যে থাকা দেহটি নাকি কুকুরের। তবে, স্থানীয়রা এই দাবি উড়িয়ে দিয়েছিলেন। এখন, জিজ্ঞাসাবাদের পরে নানান তথ্য উঠে আসছে। এবার দেখার, আর কী নয়া তথ্য বার করতে পারেন তদন্তকারী আধিকারিকেরা।

Related Articles