কলকাতা

পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধি বানচাল করলো অভিযুক্ত যুবকের পালানোর চেষ্টা

The presence of intelligence of the policeman thwarted the attempt of the accused youth to escape

Truth Of Bengal:  এ যেন এক বলিউড অ্যাকশন সিনেমার দৃশ্য। থানা থেকে পালানোর ছক কষেছিল অভিযুক্ত। আর অভিযুক্তের পাতা সেই ছকে রীতিমতো জল ঢেলে দিলো পুলিশ। শেষরক্ষা হল না, একদম ফিল্মি কায়দায় এক পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধিতেই শেষমেশ শ্রীঘরে ঠাঁই যুবকের।

শনিবার সকালে খাস কলকাতার জোড়াবাগান থানার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেলো।জানা যাচ্ছে, জোড়াবাগান থানার পুলিশ শুক্রবার রাজু পাসোয়ান নামে এক যুবককে আটক করে। পুলিশ জানিয়েছে, যুবকটিকে আটক করার সময় তার কাছ থেকে ছুরি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।এরপর দীর্ঘক্ষণ তাঁকে থানাতেই বসিয়ে রাখা হয়েছিল।

শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলার কথা ছিল পুলিশের। কিন্তু শেষমেশ পুলিশের সেই পরিকল্পনা ভেস্তে যায়। আচমকাই দেখা যায়, ওই অভিযুক্ত যুবক পালানোর ছক কষছে।আর সেটা আঁচ করতে পেরেই এক এএসআই তাতে বাঁধা দেন।

পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধির জোরে তড়িঘড়ি যুবকটিকে পাকড়াও করা হয়। ল্যাং মেরে ওই পুলিশকর্মী অভিযুক্ত যুবককে ফেলে দেন। এরপর যুবকটি পড়ে গেলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।তবে অভিযুক্ত ওই যুবকের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে।