মহালয়ার আগেই পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রথম খুলবে এই বিখ্যাত মণ্ডপের দ্বার
The chief minister will be the first to open the doors of this famous mandap at the inauguration of the puja before Mahalaya

Truth Of Bengal : মহালয়ার পূর্বেই শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন মঙ্গলবারে, অক্টোবরের প্রথম দিনে, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উপস্থিত হবেন তিনি। এই অনুষ্ঠানটি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে পরিচিত। সুজিত বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সেদিন শ্রীভূমিতে শারদোৎসবের আরম্ভ করবেন, যদিও পুজোর উদ্বোধন সেদিন হবে না। মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী মঙ্গলবার আমাদের মণ্ডপে এসে শারদোৎসবের আরম্ভ করবেন। পরদিন, মহালয়ার দিনে, আমরা ক্লাবের সকলে পুজোর উদ্বোধন করব।”
গত বছর মহালয়ার আগে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন শুরু করেছিলেন। কিন্তু কিছু বিতর্কের জেরে, যা শাস্ত্রীয় নিয়ম অনুসারে মাতৃপক্ষের আগে পুজোর উদ্বোধন নিয়ে ছিল, এবার মহালয়ার পূর্বে পুজোর উদ্বোধন থেকে বিরত থাকবেন তিনি। তাই মহালয়ার পূর্বের দিন শ্রীভূমিতে পুজোর উদ্বোধন নয়, বরং ‘শারদোৎসবের আরম্ভ’ করবেন মমতা।
নবান্ন সূত্রে প্রকাশ, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে দমকল মন্ত্রী সুজিতকে সঙ্গে নিয়ে রাজ্যের তিনটি দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন। বীরভূমের দুবরাজপুরে একটি এবং আলিপুরদুয়ারের বীরপাড়ায় অন্য দুটি দমকল কেন্দ্রের উদ্বোধন হবে। মহালয়ার দিন থেকে কলকাতা ও জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।