কলকাতা

ট্যাংরা কাণ্ড: প্রকাশ্যে চিকিৎসাধীন তিন জনের মেডিকেল রিপোর্ট

Tangra incident: Medical reports of three people undergoing treatment in public

Truth Of Bengal: ট্যাংরা কাণ্ড, দুর্ঘটনা ঘটনায় জখম প্রণয় দে, এবং তার ছেলে সহ প্রসূণ দে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকটমুক্ত নন তারা।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তি করার পর গতকাল রাতে অপারেশন হয়েছে প্রণয় দে এবং তার ছেলের। প্রণয় দে, ফিমার বোন ভেঙেছে, তার অপারেশন হয়েছে গতকাল। শিশুটির ডান হাতের কব্জির উপরের হাড় ভেঙে গিয়েছে। ডান হাতের আঙ্গুলের হাড় ভেঙেছে। বাম কাঁধ এবং হাতের জয়েন্টের হাট ভেঙ্গে গিয়েছে। এই দুজনকে আই সি ইউ তে রাখা হয়েছে। এর পাশাপাশি প্রসূণ দে আই সি ইউ তে ভর্তি রয়েছে।

ট্যাংরার ঘটনায় পরতে পরতে রহস্যের গন্ধ। একই পরিবারের তিনজনের মৃত্যু এবং আহত অবস্থায় তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। কী কারনে এই ঘটনা? আত্মহত্যা না খুন করা হয় তাদের? একটি চামড়ার গ্লাভসের কারখানা ছিল। কারখানাটি দুই ভাইয়ের অংশীদারিত্ব রয়েছে। বাইরে থেকে লেদার আমদানির রপ্তানি করতেন। প্রসূণ দে, প্রণয় দে এবং অনিতা দে। এই তিন জনকে কোম্পানির পরিচালক হিসেবে নাম পাওয়া যাচ্ছে। দুজনের খোঁজ মিলেছে। দুই ভাই প্রসূণ ও প্রণয়। একজন অনিতা দে। কে এই অনিতা? এখনো পর্যন্ত পুলিশ তার সন্ধান পায়নি। রহস্য ঘনীভূত এই অনিতা দে’কে নিয়েও।

আর্থিক অনটনের কারণে কী এই ঘটনা? বাইরে প্রচুর ঋণ ছিল এই পরিবারের এমন তথ্য উঠে এসেছে। তা পরিশোধ করার মতো সামর্থ্য হারিয়েছিলেন বলে দাবি করেছেন গাড়ি দুর্ঘটনায় আহত এক ভাই। তবে তাদের বক্তব্যে অনেক অসংগতি ধরা পড়েছে। আর্থিক অনটনের কথা বলা হলেও কোম্পানিতে কর্মরত কর্মীদের স্যালারি সঠিক সময়েই হয়েছে।

Related Articles