সফল শিল্প সম্মেলন, লগ্নি প্রস্তাব ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৯ কোটি
Successful industrial conference, investment proposals worth Rs 4,40,599 crore

Truth Of Bengal: সফলভাবে শেষ হল অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বাংলার শিল্প বিকাশে এই শিল্প সম্মেলন বড় ভূমিকা পালন করতে চলেছে। শিল্প সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন এই সাফল্যের কথা। তিনি জানালেন রাজ্যের উন্নয়নে আরও গতি বাড়বে। কর্ম সংস্থান বাড়বে। অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৯ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে।
সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে সমাপ্তি ভাষণে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন এবারের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন দারুন ভাবে সফল হয়েছে। মোট ২১২টি মউ স্বাক্ষর হয়েছে বিভিন্ন শিল্প-সংস্থার সঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন, গত ৭টি শিল্প সম্মেলনে ৯ লক্ষ কোটির বেশি বিনিয়োগ হয়েছে রাজ্যে।
দেশের বড় বড় শিল্পপতিরা বাংলায় শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে সমাপ্তি ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, এক লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন মুকেশ আম্বানি। এবার এই শিল্প সম্মেলনে যারা রাজ্যের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন তার মধ্যে যেমন দেশীয় শিল্পপতিরা রয়েছেন তেমনি বিদেশি রাষ্ট্রের শিল্প সংস্থাও। মোট কুড়িটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এবারের শিল্প সম্মেলনে। দুদিন ধরে চলা এই শিল্প সম্মেলনে বাংলার শিল্প ভবিষ্যতের বিভিন্ন দিক উঠে আসে।
বিনিয়োগের সেরা জায়গা বাংলা তা উঠে আসে শিল্পপতিদের গলায়। রিলায়েন্স শিল্প গোষ্ঠী আরো বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। রিলায়েন্স কর্ণধার রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তারা আগামী কয়েক বছরে কয়েকগুণ বিনিয়োগ করবে। টাটা গোষ্ঠীর সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে তারাও এরা যে বিনিয়োগ করতে চাই বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।