কলকাতা

যখন-তখন স্বাস্থ্যভবনে প্রবেশ করা যাবে না, নতুন নির্দেশ বিশেষ সচিবের

Special Secretary issues new directives, prohibiting entry into health facilities at all times

Truth Of Bengal: কাজের সময় স্বাস্থ্যভবনে বিনা অনুমতিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্যভবন কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, জুনিয়র এবং সহকারী অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকদের মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি বা বিভাগীয় প্রধানের অনুমতি নিয়ে স্বাস্থ্যভবনে আসতে হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের বিশেষ সচিবের এই নির্দেশের পর চিকিৎসকদের একাংশে ক্ষোভ দেখা দিয়েছে।

বিভিন্ন চিকিৎসক সংগঠনের মতে, স্বাস্থ্যভবন কোনও “ঘোরার জায়গা” নয়, তবে চিকিৎসকরা প্রয়োজনীয় কাজে আসেন। সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চিকিৎসকরা অনেক সময় রোগী, হাসপাতাল বা ব্যক্তিগত প্রয়োজনের কারণে স্বাস্থ্যভবনে আসেন, যা জরুরি বলেই তারা আসেন। সংগঠনের প্রশ্ন, এই নিয়ম কি তাদের সেই প্রয়োজনেও বাধা দেবে?

এদিকে, বিশেষ সচিব ডা. অনিরুদ্ধ নিয়োগী এই নির্দেশকে পরামর্শ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এটি মূলত একটি সতর্কতামূলক ব্যবস্থা। চিকিৎসকরা অনুমতি নিয়ে এলে জরুরি পরিস্থিতিতে কলেজ বা হাসপাতালে চিকিৎসক সংকটের সমস্যা এড়ানো সম্ভব হবে। অনেক কাজ ফোনে সমাধান করাও সম্ভব বলে জানিয়েছেন তিনি। তবে, এই নির্দেশ নিয়ে সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।