সরকারি জমির ব্যবহার নিয়ে কমিটি পরিষেবার মাণোন্নয়নে বিশেষ নজর
Special focus on improvement of service quality of committee on government land use

The Truth of Bengal: অপচয় রুখে নাগরিক পরিষেবায় নজর দিতে তত্পর প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ কার্যকর করতে চান আধিকারিকরা। সোমবার নবান্নে জমা পড়বে জমি সংক্রান্ত রিপোর্ট। কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জমির জবরদখল আর কোনওভাবেই চলবে না। রাজ্য সরকার জমির সঠিক ব্যবহার করার জন্য একটি পলিসি গ্রহণ করতে চায়,গড়া হবে কমিটি। রাস্তাঘাট ,নিকাশী থেকে পানীয় জল পরিষেবার মাণোন্নয়ন এবার বাড়তি গুরুত্ব পাবে।
বাম আমলে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে ভুরিভুরি। ক্ষমতার হাত বদল হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমির ব্যাঙ্ক তৈরি করেন।সেই ল্যান্ড ব্যাঙ্ক ব্যবহার করেই শিল্পায়নের কাজে গতি আনে রাজ্য সরকার।শহরাঞ্চলে এরকম অসংখ্য জমি উপযুক্তভাবে কাজে লাগিয়ে প্রশাসন উন্নয়নের বহু কাজ করেছে।কিন্তু এর মাঝে শহরের একাংশে জমি জবরদখলের অভিযোগ উঠেছে।মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ এসেছে।তাই বৃহস্পতিবার প্রশাসনিক প্রধান একটি কমিটি গড়ার প্রস্তাব দিয়ে রেখেছেন।সেইমতো কমিটি গড়ার কাজ সোমবার স্পষ্ট হবে।তবে কলকাতায় কোথায় কোথায় সরকারি জমি রয়েছে তার খোঁজ চালাচ্ছে প্রশাসন।জেলা শাসকরা নিজের নিজের জেলার জমির পরিমাণ খোঁজ করে দেখছেন।কোন এলাকায় কত জমি আছে,তার রিপোর্ট জমা পড়ার পর আগামীদিনে সেইসব জমি কিভাবে কাজে লাগানো হবে তাও মুখ্যমন্ত্রীর নির্দেশে ঠিক করা হবে।
বলা যায়,এর মধ্যে রাস্তার পাশে অনেক জায়গায় আচমকা গজিয়ে উঠেছে নতুন দোকান।তাতে পুলিশ কেন নজর দিচ্ছে না তাই নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল শহরে নজরদারি বাড়িয়েছেন। নবান্ন সূত্রে খবর, কমিটিতে রয়েছেন বিনীত গোয়েল-মনোজ ভার্মা-প্রভাত মিশ্র-মনোজ পন্থ। সরকারি জমির মতোই পরিষেবা প্রদানকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।কলকাতা সহ রাজ্যের একাধিক পুর এলাকায় জন-পরিষেবার মাণোন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।কারণ পানীয় জল,রাস্তা,নিকাশীর মাণ উন্নত না করলে পরিবেশের বিকাশ ঘটানো যাবে না। যোগাযোগ বাড়ানোর মতো বিষয়ও রাজ্যের সিদ্ধান্তে জায়গা পাচ্ছে। তাই জমির মতোই জনস্বার্থবাহী পুর এলাকায় একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলার সার্বিক বিকাশকে মুখ্যমন্ত্রীকে তরান্বিত করতে চাইছেন তাও স্পষ্ট।