
The Truth of Bengal: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দ্বিতীয় বৈঠকে নিয়োগ সংক্রান্ত জট কাটার ইঙ্গিত পেলেন SLST চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, তাঁরা
নিয়োগ সংক্রান্ত সময়সীমা পেয়ে গিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগের নিশ্চয়তা তাঁদের কাছে চলে আসবে। এমনই আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও কুণাল ঘোষের সঙ্গে SLST চাকরিপ্রার্থীদের প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে উভয় তরফ থেকে জানা যায়। লক্ষ্য ছিল চাকরি সংক্রান্ত জট কাটানোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই জট কাটানোর চেষ্টা চলছে। এবার যোগ্যতার ভিত্তিতে দ্রুত চাকরি হবে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা।
বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেছেন, ‘ওঁরা ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধানের দাবি করেছেন। কিন্তু এটি জটিল বিষয়। দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীও চান দ্রুত নিয়োগ হোক। আদালত যে ভাবে বলবে, আমরা সে ভাবে এগোব। অল্প সময়ের মধ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে আমি দু’বার বৈঠকে বসলাম। নিয়োগ কবে হবে, দিনক্ষণ বলতে পারছি না।’ অন্যদিকে কুণাল ঘোষ বলেছেন, ‘বৈঠক ইতিবাচক দিকে এগোচ্ছে। আইনি জটিলতায় এতগুলি নিয়োগ আটকে আছে। নির্দিষ্ট কিছু পদক্ষেপের মাধ্যমে এর সমাধানের একটা প্রক্রিয়া চলছে। দু’পক্ষই তা নিয়ে ঐকমত্যে পৌঁছেছে।’
এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত একটি মামলা। আগামী ২ জানুয়ারি মামলাটির আবার শুনানি আছে। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে চাকরিপ্রার্থীরা জানান, আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়ে সব দিক বিবেচনা করেই তাঁদের নিয়োগের বিষয়টি দেখছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে তেমনই ইঙ্গিত তাঁরা পেয়েছেন। তাঁরা আশাবাদী, দ্রুত এই সমস্যা মিটে যাবে।