রেশন দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা
Rituparna in CGO complex in ration corruption case

The Truth Of Bengal : রেশন দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা। সব নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে এসেছেন ঋতুপর্ণার হিসাব রক্ষক। কিছুক্ষন আগেই হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
রেশন দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়িয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।এখন কারাবন্দি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকে। সেই মামলায় ৫জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠায় ইডি। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি ।কারণ কেন্দ্রীয় এজেন্সির হাতে লেনদেন নিয়ে গোপন তথ্য হাতে এসেছে বলে তারা দাবি করছে।সেই মামলায় এর আগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হাজিরা দিতে পারেননি তিনি।
সেসময় আমেরিকায় ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী। তাই বুধবার আবারও ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠায় ইডি।তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়।সমস্ত নথিও তথ্য হাতে নিয়ে অভিনেত্রীকে ইডির আধিকারিকদের মুখোমুখি জেরায় বসার নির্দেশ জারি করা হয়। সেইমতো সকাল থেকেই সিজিওতে তত্পরতা শুরু হয়। তবে এবার সব নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে এসেছেন ঋতুপর্ণার হিসাব রক্ষক। উল্লেখ্য, ২০১৯সালে রোজভ্যালি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা।
মূলত রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে যোগাযোগ থাকার কারণেই ঋতুপর্ণাকে জেরা করে ইডি। বেসরকারি অর্থলগ্নি সংস্থার থেকে তিনি কোনও সুবিধা পেয়েছেন কিনা তা তদন্তকারীরা জানতে চায়। আর সেই ঘটনার প্রায় ৫বছর পর আবারও ইডির কর্তাদের জেরার মুখে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। কিভাবে রেশন বেনিয়মের লেনদেনে তাঁর নাম উঠে আসছে মূলতঃ সেটাই জানতে চান তদন্তকারীরা। অভিনেত্রীর লেনদেনের যাবতীয় নথি এখন যে ইডির স্ক্যানারে তা বলাই যায়।