কামদুনি-কাণ্ডে সুপ্রিম কোর্টে প্রতিবাদীরা! পিটিশন দাখিল করবে নির্যাতিতার পরিবার
Protesters in the Supreme Court in the Kamduni case

The Truth of Bengal: কয়েকদিন আগে কামদুনি মামলায় রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। দোষীদের সাজা লাঘবের প্রতিবাদে সরব হয়েছেন কামদুনির প্রতিবাদীরা। উপযুক্ত বিচারের দাবিতে ফের একজোট কামদুনির প্রতিবাদীরা। মঙ্গলবার শহরে পথে নেমেছিল বিভিন্ন স্তরের মানুষ। ঘোষণা করা হয়েছিল উপযুক্ত বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল কামদুনির নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে দিল্লি গেলেন প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল, টুম্পা সরদার ও শিক্ষক প্রদীপ মজুমদার।
আইনজীবীর সঙ্গে কথা বলে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করবেন বলে জানিয়েছেন তাঁরা।বুধবার সকালের উড়ানে দিল্লির উদ্দেশে রওনা দেন সবাই। আইনি সহযোগিতা নেওয়ার জন্য প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁদের। তারপর পরবর্তী রণকৌশল স্থির হবে। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য সরকার।
তারপরও আলাদা করে মামলা করতে চলেছেন কামদুনির প্রতিবাদীরা।গত শুক্রবার কামদুনি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। একজনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্তের মুক্তি দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার তারা ছাড়া পেয়ে গিয়েছেন। হাই কোর্টের রায় ঘোষণার পরেই ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে বিভিন্ন মহলে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। রাজ্য চায় সুপ্রিম কোর্ট এই রায়ের ওপর স্থগিতাদেশ দিক।
Free Access