কলকাতারাজ্যের খবর

পুলিশের তৎপরতায় চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১৩ টি মোবাইল ফেরত পেলেন মালিকেরা

Owners recovered 13 stolen and lost mobile phones in police action

The Truth Of Bengal : মোবাইল হয় চুরি হয়ে গিয়েছিল। নয় তো গিয়েছিল হারিয়ে। এমন প্রায় ১৩ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। আর সেই চুরি হওয়া মোবাইল গুলিকে গ্রাহকের কাছে ফিরিয়ে দিল নাগেরবাজার থানার পুলিশ ।

নাগেরবাজার থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় , মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। তার পর সেগুলিকে ‘ট্র্যাক’ করে খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়। এই কাজ করতে গিয়ে কিছু মোবাইলের খোঁজ ভিন্‌রাজ্যে পাওয়া গিয়েছে। তার পর সেগুলিকেও উদ্ধার করে আনা হয়।

আর সোমবার হারিয়ে বা চুরি হয়ে যাওয়া মোবাইল গুলোকে গ্রাহকদের কাছে ফেরত দেন ব্যারাকপুর এসিপি টুলু বিশ্বাস । দীর্ঘদিন বাদে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে অত্যন্ত খুশি মোবাইল গ্রাহকেরা ।

Free Access

Related Articles