গার্ডেনরিচকাণ্ডের পর কড়া ব্যবস্থা পুরসভার, আইন আনতে চলেছে পুরপ্রশাসন
Municipal administration is going to bring strict measures after the Gardenrich scandal

The Truth of Bengal: গার্ডেনরিচে যেভাবে বহুতল বিপর্যয় হয় তা নিয়ে পুরসভা কড়া ব্যবস্থা নিচ্ছে। প্রাথমিক রিপোর্ট জমা পড়তেই ৩ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে কলকাতা পুরসভা। ২২ মার্চ ঘটনার তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল পুরপ্রশাসন। সেই কমিটির রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে বেআইনি নির্মাণ আটকাতে কড়া আইন আনতে চলেছে কলকাতা পুর কর্তৃপক্ষ। পৌর আইনের ৪১০এ ধারা আরও কড়া করার জন্য নবান্নকে প্রস্তাব পাঠাচ্ছে পুরকর্তৃপত্র।
এমনটাই জানা গিয়েছে। এতদিন বেআইনি নির্মাণ আটকাতে গিয়ে কোনও ব্যাক্তি অভিযুক্ত হলে ৫ বছর জেল বন্দি রাখার আইন ছিল। তবে অনেক ক্ষেত্রে আইনের ফাঁক গলে দোষীরা জামিন পেয়ে যেত। তাই এবার ৪১০এ ধারাকে আরও কঠোর করার প্রক্রিয়া শুরু হচ্ছে। ৫ বছরের সাজাকে বাড়িয়ে ১০বছর করার প্রস্তাব দিয়েছে কলকাতা পুরসংস্থা। আর এই আইন যুক্ত করা হচ্ছে প্রতারণার আইন ও।
বিধানসভার অধিবেশন না থাকায় এই আইনকে সংশোধন করার জন্য অর্ডিন্যান্স এর পরিবর্তন করার চিন্তাভাবনা রয়েছে কলকাতা পুর সংস্থা। সেইমতো রাজ্য সরকারকে প্রস্তাব দিতে চলেছে পুরসভা। ৯ জনের গঠিত অনুসন্ধান কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। গার্ডেনরিচের ঘটনায় ১৩ জনের মৃত্যুর পর এই সংশোধনী বলে মনে করছে অভিজ্ঞ মহল।